#নয়াদিল্লি: ২০২০ সালে ভারতীয় সেনায় নিয়োগের যে নতুন পদ্ধতির কথা প্রস্তাব করা হয়, সেই নিয়মে নিয়োগ পাওয়া সেনাকর্মীদের হয়ত অবসর নিতে হতে পারে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যেই। কারণ, তাঁদের নিয়োগ করা হতে পারে স্বল্প সময়ের কন্ট্র্যাক্টের ভিত্তিতে। ডিফেন্স পেনশন বিলও এর ফলে পরিবর্তন হতে পারে। যাতে ভারতীয় সেনায় ঘাটতি কিছুটা মেটানো সম্ভব হয়।
২০২০ সালে করোনার প্রকোপ বৃদ্ধির পর থেকেই ভারতীয় সেনায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। মঙ্গলবার সেনার চাকরিপ্রার্থীরা যন্তরমন্তরের সামনে প্রতিবাদে সামিল হন। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, নতুন নিয়োগ পদ্ধতিকে বলা হচ্ছে ট্যুর অফ ডিউটি। এখন এই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। এই নিয়ম অনুসারে, ট্যুর অফ ডিউটি পদ্ধতিতে নতুন সেনাকর্মীদের নিয়োগ করা হবে। এই নিয়ম মেনে ২৫ শতাংশ কর্মী ভারতীয় সেনায় তিন বছরের জন্য কাজ করবেন আর অন্য ২৫ শতাংশ কর্মী ৫ বছরের জন্য কাজ করবেন। এ ছাড়া বাকি ৫০ শতাংশ আগের মতোই পুরো সময়ের জন্য সেনায় কাজ করবেন, তাঁদের অবসরের নির্দিষ্ট বয়সেই অবসর নিতে হবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এই প্রক্রিয়া ডিফেন্স পেনশন বিলের একটা বড় অংশ রক্ষা করতে এটি সাহায্য করবে। সূত্র মারফত জানা গিয়েছে, যে সেনাকর্মীদের তিন ও পাঁচ বছরের ব্যবধানে ছেড়ে দেওয়া হবে, তাঁরা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় থাকবেন। এ ছাড়াও তাঁরা নানারকম মেডিক্যাল বিমারও পরিষেবা।
আরও পড়ুন - IPL 2022: মশার কামড়ে ঘুমনো যেত না, এখন রাত কাটে পাঁচ তারায়, বদলে গেল মাঠের কর্মচারীদের জীবন
তবে এই পদ্ধতিতে কোনও অফিসার নিয়োগ করা হবে না, এখানে শুধু সেনাকর্মী নিয়োগ করা হবে। গত বছর ডিসেম্বরের পরিসংখ্যান অনুসার ৭ হাজার ৪৭৬টি অফিসারের পদ খালি রয়েছে। যদিও এখনও পর্যন্ত কবে থেকে এই নিয়মে নিয়োগপ্রক্রিয়া শুরু হবে, তা স্পষ্ট করা হয়নি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অনুমতি পেলেই এই নিয়ম কার্যকর করা হবে। নিউজ১৮-এর পাওয়া প্রাথমিক তথ্য অনুসারে ১১ লক্ষ সেনাকর্মী শেষ দুবছরে অবসর নিয়েছেন। প্রতিমাসে ৫ হাজার জন করে সেনা অবসর নিচ্ছেন।
আরও পড়ুন: সিবিআই দফতরে নয়, মা ফ্লাইওভার থেকে কোথায় পৌঁছলেন অনুব্রত মণ্ডল? বাড়ছে জল্পনা...
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, আপাতত ভারতীয় সেনার তিন বছর সময় লাগবে পূর্ণমাত্রায় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। তবে তার জন্য প্রশিক্ষণের অতিরিক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। সেই পরিকাঠামো তৈরি করলেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Army