হোম /খবর /শিক্ষা /
দেশের প্রথম এই মহিলা IAS অফিসার চ্যালেঞ্জ ছুড়েছিলেন পুরুষতন্ত্রকে!

1st Woman IAS Officer: আন্না মালহোত্রাকে চেনেন? দেশের প্রথম এই মহিলা IAS অফিসার চ্যালেঞ্জ ছুড়েছিলেন পুরুষতন্ত্রকে!

আন্না মালহোত্রাকে চেনেন? দেশের প্রথম এই মহিলা IAS অফিসার চ্যালেঞ্জ ছুড়েছিলেন পুরুষতন্ত্রকে!

আন্না মালহোত্রাকে চেনেন? দেশের প্রথম এই মহিলা IAS অফিসার চ্যালেঞ্জ ছুড়েছিলেন পুরুষতন্ত্রকে!

1st Woman IAS Officer: সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় পুরুষ যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু আপনি কি জানেন যে ইউপিএসসি পরীক্ষায় পাশ করা প্রথম ভারতীয় মহিলা কে?

  • Share this:

প্রতি বছর, লক্ষ লক্ষ ছাত্র ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) পরীক্ষা দেয়। ইউপিএসসি ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন‍্যতম। সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় পুরুষ যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু আপনি কি জানেন যে ইউপিএসসি পরীক্ষায় পাশ করা প্রথম ভারতীয় মহিলা কে?

আন্না রাজাম মালহোত্রা ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় প্রথম ভারতীয় মহিলা আইএএস অফিসার। ১৯৫১ থেকে ২০১৮ সাল পর্যন্ত, আন্না মালহোত্রা মুখ্যমন্ত্রী সি রাজাগোপালাচারীর অধীনে মাদ্রাজ (এখন চেন্নাই) রাজ্যে কাজ করেছিলেন। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য উল্লেখযোগ‍্য কাজ করেছিলেন। ১৯৮২-এ এশিয়ান গেমসের জন্য রাজীব গান্ধির দলে যোগদান করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  দুর্দান্ত রেজাল্ট, IIT-র সর্বভারতীয় স্তরে ১৪তম স্থানে পুরুলিয়ার ভূমি কন্যা

১৯৫১ সালে, সিভিল সার্ভিস লিখিত পরীক্ষায় পাশ করার পর, তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হয়। ইন্টারভিউ প্যানেল আন্নাকে বিদেশি বা কেন্দ্রীয় পদের কাজ বেছে নিতে বলেন কারণ সেগুলি মহিলাদের জন্য উপযুক্ত বলে তাঁরা মনে করেন। কিন্তু আন্না তাঁর লক্ষ‍্যে অবিচল ছিলেন এবং তিনি সিভিল সার্ভিসের মাদ্রাজ ক্যাডারে যোগদান করেছিলেন।

অপরদিতে তাঁর নিয়োগ পত্রে বলা হয়েছিল যে বিবাহের পর তাঁকে চাকরি ছেড়ে দিতে হবে। পরে অবশ্য এই নিয়ম পরিবর্তন করা হয়েছিল। প্রথমে, মুখ্যমন্ত্রী সি রাজাগোপালাচারী, তাঁকে জেলা সাব-কালেক্টর হিসাবে নিয়োগ করতে ‘দ্বিধাবোধ করেছিলেন’ কারণ তিনি বিশ্বাস করতেন যে ‘নারীদের বেসামরিক বাহিনীতে চাকরি করা উচিত নয়’। কিন্তু আন্না তাঁর দক্ষতা এবং জ্ঞান দিয়ে পুরুষ প্রতিদ্বন্দ্বীদের সমকক্ষ হয়ে দাঁড়ান।

আরও পড়ুনঃ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ‍্য নিয়ে নতুন নির্দেশিকা দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

তিনি শেষ পর্যন্ত হোসুর জেলার প্রথম মহিলা জেলা সাব-কালেক্টর হন। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজাজি তাঁকে তিরুচিরাপল্লীতে অনুষ্ঠিত এক সমাবেশে একজন প্রগতিশীল নারী হিসেবে সম্মান জানান।বেশ কয়েক বছর তিনি ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ভারতের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে, আন্না রাজম মালহোত্রা মুম্বাইতে মারা যান। তখন তাঁর বয়স হয়েছিল ৯১। আন্না রাজাম মালহোত্রা, একজন অবিচল কর্মকর্তা, একজন প্রতিশ্রুতিবদ্ধ কর্মচারী এবং একজন বিনয়ী মহিলা, যার দক্ষতা পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করেছিল।

Published by:Salmali Das
First published:

Tags: IAS officer, Women