Football World Cup 2018

পুজোর প্ল্যানিং শুরু হোক এখন থেকেই, সরকারি কর্মচারীদের পুজোয় টানা ১৬ দিনের ছুটি

Elina Datta | News18 Bangla
Updated:Jan 12, 2018 02:59 PM IST
পুজোর প্ল্যানিং শুরু হোক এখন থেকেই, সরকারি কর্মচারীদের পুজোয় টানা ১৬ দিনের ছুটি
File Photo
Elina Datta | News18 Bangla
Updated:Jan 12, 2018 02:59 PM IST

 #কলকাতা: নতুন বছরে নতুন ক্যালেন্ডার বাড়িতে আসতেই পাতা উল্টে ছুটির দিনগুলো দেখে নেওয়া আমাদের পুরনো অভ্যেস ৷ বড় হোক বা ছোট নতুন বছর পড়তেই প্রথমেই ছুটির তালিকা দেখেই শুরু হয় ঘোরার প্ল্যানিং ৷ ছুটির নিয়ে দরাজ ২০১৮ ৷ বছরের প্রথম মাসেই প্রায় ১২ থেকে ১৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা ৷

জানুয়ারির মতোই ১৮ সালের অক্টোবরও ছুটিতে ভরা ৷ মমতা সরকারের কল্যাণে এবছর ১২ থেকে ১৩ দিনের পুজোর ছুটি পেতে পারেন সরকারী কর্মীরা ৷ যা সহজেই ১৬ দিনও গড়াতে পারে ৷ অক্টোবর ছুটির শুরু মহাত্মা গান্ধির জন্মদিন ২ অক্টোবর থেকে ৷ এবছর মহালয়া পড়েছে ৮ অক্টোবর সোমবার ৷ অতএব, ৬ অক্টোবর ও ৭ অক্টোবর শনি-রবির ছুটি যোগ করলে তিনদিনের টানা ছুটি ৷ ফের টানা ছুটি শুরু হবে ১৩ অক্টোবর ৷

চলতি বছরে পঞ্চমী, ১৪ অক্টোবর রবিবার ৷ অতএব, ১৩ অক্টোবর শনিবার থেকেই শুরু হচ্ছে সরকারি কর্মচারীদের পুজোর ছুটি ৷ ১৩ তারিখ থেকে ২৪ অক্টোবর লক্ষ্মীপুজো অবধি টানা ১২ দিনের ছুটি ৷ তবে এই ছুটি ১৬ দিন পর্যন্তও চলতে পারে ৷ ২৫ অক্টোবর বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর বিসর্জন ৷ সেই সপ্তাহে বাকি পড়ে রইল ২৬ অক্টোবর শুক্রবার ৷ ওই দিনটি ছুটি নিয়ে নিলেই শনি-রবি মিলিয়ে ২৮ অক্টোবর অবধি টানা ১৬ দিনের ছুটি পাক্কা ৷

এবার পুজোয় তবে জমিয়ে ঘোরার জন্য আজ থেকেই শুরু হোক প্ল্যানিং ৷

First published: 02:59:18 PM Jan 12, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर