#কলকাতা: অক্টোবর নয়, নভেম্বরে কলকাতায় আসছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা।
ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি লিখেছেন, এই শহরে ফের খেলার জন্য মুখিয়ে তিনি। কারণ, মাদার টেরিজার শহর তাঁকে বারবার টানে।
কিছু ব্যক্তিগত কাজের জন্যই তাঁর সফর পিছিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। তবে ভারতের আসার আগে শুভেচ্ছা জানিয়েছেন উদ্যোক্তা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে।