#কলকাতা: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের মৃত্যুর অভিযোগ। শনিবার রাতে জোকার ESI হাসপাতালে মৃত্যু হয় বছর আঠাশের তরুণী মমতা চট্টোপাধ্যায়ের।
গতকাল সকালে জ্বর নিয়ে বজবজ ESI হাসপাতালে বরতি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় জোকার ESI হাসপাতালে ভর্তি করা হয় মমতাকে। ডেঙ্গিতে মৃত্যু বলে দাবি পরিবারের।
এদিকে, বিধাননগরের বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তেঘরিয়ার বাসিন্দা তুলি নস্করের। তাঁর স্বামীও একই হাসপাতালে ভর্তি। শনিবার সকালেও অশোকনগরের ৬ নম্বর ওয়ার্ডে মৃত্যু হয় এক তরুণীর। গত দু'সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন তিনি।