#নয়াদিল্লি: ফোন ট্যাপিংয়ের অভিযোগে মুকুল রায়ের মামলা খারিজ করল দিল্লি হাইকোর্ট। মুকুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে রিপোর্ট জমা দেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। সেই রিপোর্ট খতিয়ে দেখেই মামলা খারিজ করে হাইকোর্ট।
গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরই মুকুল রায় রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর গতিবিধির উপর নজরদারি করার অভিযোগ আনেন ৷ দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে দাবি করেন যে তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে ৷ মামলাটি শুনে আদালত রাজ্য সরকার, কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দেয় ৷
এর পরিপ্রেক্ষিতে আদালতের কাছে রাজ্য, কলকাতা পুলিশ, সিআইডি-র রিপোর্ট জমা দেয় ৷ সেই রিপোর্ট খুঁটিয়ে দেখে বিচারক জানান, এতে অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ নেই ৷ তাই উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে এদিন দেখে অভিযোগ খারিজের সিদ্ধান্ত নেয় দিল্লি হাইকোর্ট ৷