Football World Cup 2018

লন্ডনে শপিংয়ে ব্যস্ত দুই পরিবার, রণবীর-দীপিকার বিয়ে নাকি সামনেই !

Akash Misra | News18 Bangla
Updated:Mar 09, 2018 03:14 PM IST
লন্ডনে শপিংয়ে ব্যস্ত দুই পরিবার, রণবীর-দীপিকার বিয়ে নাকি সামনেই !
File Photo
Akash Misra | News18 Bangla
Updated:Mar 09, 2018 03:14 PM IST

#মুম্বই: দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে নিয়ে ফের শোরগোল শুরু বলিউডে ৷ এমনকী, এবার তো এই গুঞ্জনে ঢুকে পড়েছেন রণবীর ও দীপিকার গোটা পরিবারও ৷ ইংরেজি একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, রণবীর-দীপিকা নাকি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন ! আর সে কারণেই নাকি সিং ও পাড়ুকোন পরিবার লন্ডনে বিয়ের শপিং করতে ব্যস্ত ৷ এমনকী, বিয়ের গয়না কিনতে দীপিকাও নাকি পৌঁছেছেন লন্ডনে ৷ আর রণবীর তো নতুন ছবি ‘গল্লি বয়’-এর শ্যুটিংয়ে আগে থেকেই রয়েছেন সে দেশে !

তবে এই বিয়ের খবর নিয়ে আপাতত রণবীর ও দীপিকার তরফ থেকে কোনও রকম সবুজ সংকেত মেলেনি ৷

জোর গুঞ্জন বলিউডে ৷ শেষমেশ বিয়েটা নাকি করতেই চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ সব নাকি রেডিও ৷ ২০১৮-এর শেষ দিকেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা ও রণবীর ৷ শুধু তারিখ নয়, এমনকী, ঠিক হয়ে গিয়েছে বিবাহ বাসরের জায়গাও ৷

এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বিদেশের কোনও এক সমুদ্র সৈকতেই নাকি বিয়ে করবেন দীপিকা-রণবীর ৷ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজ্জনকে সঙ্গে নিয়ে ঘটা করেই বিয়েটা সারবেন তাঁরা ৷

এরপর নাকি মুম্বই ও বেঙ্গালুরুতে রিশেপশন দেবেন দীপিকা ও রণবীর ৷

অন্যদিকে, তাহলে কি সব রেডি? গুঞ্জনটাই সত্যি হতে চলেছে? মানে দীপিক পাড়ুকোন ও রণবীর সিং সত্যিই তাহলে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ! মোটামুটি বলিউডের হাওয়ায় আপাত উড়ছে এইসব খবরই ৷ আর এই খবরে ইন্ধন জুগিয়েছে, খোদ নায়িকা দীপিকা পাড়ুকোন ! শোনা গিয়েছে, অনুষ্কা শর্মার বিয়ের পোশাক থেকে অনুপ্রেরণা পেয়েই নাকি বিয়ের সাজে সাজতে চান দীপিকা ! আর সেই কারণেই নাকি ঘন ঘন সব্যসাচীকে ফোন করে চলেছেন দীপিকা ৷ আর সব্যসাচীর কাছে একটাই আবদার ! অনুষ্কার মতো বউ সাজতে চাই ৷

দীপিকার জন্মদিনে রণবীর ও দীপিকা দু’জনেই পরিবার নিয়ে পৌঁছেছিলেন মলদ্বীপে ৷ তবে গোটা বলিউডে ছড়িয়ে পড়েছিল মলদ্বীপ নয়, বরং শ্রীলঙ্কায় গিয়েছেন রণবীর-দীপিকা ৷ ঠিক এই সময়ই রটে গেল জন্মদিনের সঙ্গে সঙ্গে রণবীর ও দীপিকা নাকি এনগেজমেন্টটাও সেরে ফেলছেন ! তবে সে নিয়ে তেমন কোনও খবর না পাওয়া গেলেও, জানা গিয়েছে রণবীরের পরিবারের পক্ষ থেকে দীপিকাকে নাকি দেওয়া হয়েছে বেশ দামি উপহার !

শোনা গিয়েছে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি ও ডায়মন্ড নেকলেস দীপিকাকে উপহার দিয়েছেন রণবীরের পরিবারের লোকেরা ৷ তবে এটাই এনগেজমেন্টের উপহার কিনা, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি দুই পক্ষই ৷

First published: 03:14:47 PM Mar 09, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर