দক্ষিণ দিনাজপুর : ফুটপাত দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা। এর ফলে শহরের বাসিন্দারা মূল রাস্তা ব্যবহার করার জন্য, ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে শহর জুড়ে। শহরের বেশ কিছু জনবহুল এলাকায় ফুটপাত পথচারীদের হাঁটার সুবিধার্থে তৈরি হলেও, বালুরঘাট শহরের বেশির ভাগ ফুটপাত ধরে বর্তমানে হাটবার পরিস্থিতি নেই বললেই চলে। রাস্তার দুই পাশেই ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট।
পাশাপাশি রাস্তা দিয়েও চলাফেরা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট। আর এই বালুরঘাট শহরে বর্তমানে ফুটপাত দিয়ে চলাচলের মতোপরিস্থিতি নেই বলে অভিযোগ শহরবাসীর। শহরের বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত তৈরি হলেও, সকাল থেকে রাত্রি পর্যন্ত শহরের সাধারণ মানুষদের হয়রানি শিকার হতে হচ্ছে প্রতি মুহূর্তে।
আরও দেখুন
মূলত বালুরঘাট শহরের সাধনা মোড় থেকে শুরু করে বিশ্বাসপাড়া মোর পর্যন্ত বিকেলের পর থেকে হাঁটা চলা করা বিপজ্জনকহয়ে দাঁড়িয়েছে।এছাড়াও শহরের একাধিক রাস্তায় একই রকম চিত্র দেখা যায়। দোকানিরা ফুটপাত দখল করে নিজের বসার বসিয়ে রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান রাস্তার দু’ধারে। ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। কোথাও পোশাক পরিচ্ছদ,তেলে ভাজা, চায়ের দোকান, ঠান্ডা পানীয় সহ একাধিক দোকান রাস্তা দখল কিংবা ধারে বসে চালিয়ে যাচ্ছে রমরমিয়ে ব্যবসা।
আরও দেখুন
ফুটপাত দখলে থাকার ফলে পথচারীরা ঝুঁকি নিয়ে বাধ্য হন রাস্তায় নেমে চলতে। মেন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে অনেক পথচারী প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। শহরে এমনও দৃশ্য দেখা যায় ফুটপাত ছাড়িয়ে দোকান চলে গেছে মেইন রাস্তার উপরে। এর সঙ্গে যুক্ত হয়েছে যত্রতত্র গাড়ি ও টোটো পার্কিং। বালুরঘাট শহরের বাসিন্দারা নিত্যদিনই সমস্যায় পড়েছেন। জনগণের সুবিধার্থে শহরে যেটুকু এলাকায় ফুটপাত তৈরি করা হয়, সেই ফুটপাত দখল করে রমরমিয়ে চলছে অস্থায়ী ব্যবসা। কবে এই নিত্য দিনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সেই দিকে তাকিয়ে শহরের বাসিন্দারা।ফুটপাত দখলের কারণে যানজটসহ নানা ভোগান্তিতে পড়ছে পথচলতি সাধারণ মানুষ।
Susmita Goswami
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South Dinajpur