হোম /খবর /দক্ষিণ দিনাজপুর /
এটিএমে টাকা পড়ে আছে অথচ কোনও লোক নেই! দেখতে পেয়ে যা করলেন এই ব্যক্তি...

South Dinajpur News : এটিএমে টাকা পড়ে আছে অথচ কোনও লোক নেই! দেখতে পেয়ে যা করলেন এই ব্যক্তি...

এটিএমে টাকা পড়ে আছে অথচ কোনও লোক নেই! দেখতে পেয়ে যা করলেন এই ব্যক্তি..

এটিএমে টাকা পড়ে আছে অথচ কোনও লোক নেই! দেখতে পেয়ে যা করলেন এই ব্যক্তি..

এটিএম এর টাকা বের হবার জায়গা থেকে কিছু টাকা বেরিয়ে রয়েছে।এরপর পৌরসভায় কর্মরত পার্থ প্রতিম মালাকার সেই টাকা নিয়ে বালুরঘাট থানাতে এসে কর্তব্যরত পুলিশের হাতে সেই টাকা তুলে দেন।

  • Share this:

দক্ষিণ দিনাজপুর: সততার নজির করলেন এক পৌর কর্মী। শুক্রবার সকালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম কাউন্টার থেকে নয় হাজার টাকা পান বালুরঘাট পৌরসভায় কর্মরত পার্থ প্রতিম মালাকার।

জানা গেছে, নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য বালুরঘাট শহরের বিংশ শতাব্দী এলাকায় অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টারে আসেন।কাউন্টারের ভিতরে প্রবেশ করে তিনি দেখেন, এটিএম এর টাকা বের হবার জায়গা থেকে কিছু টাকা বেরিয়ে রয়েছে। এরপর তিনি সেই টাকা নিয়ে বালুরঘাট থানাতে এসে কর্তব্যরত পুলিশের হাতে সেই টাকা তুলে দেন।

এ বিষয়ে পৌর কর্মী পার্থ মালাকার জানান, কোনও কারণবশত যিনি টাকা তুলতে এসেছিলেন তিনি বুঝতে না পেরেই চলে যাওয়ার কারণে সেই টাকা বেরিয়ে থাকে। এই টাকার যিনি মালিক টাকা তার কাছে পুনরায় ফেরত দেওয়ার জন্য তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

সুস্মিতা গোস্বামী

Published by:Ankita Tripathi
First published:

Tags: Balurghat, South Dinajpur News