হোম /খবর /দক্ষিণ দিনাজপুর /
গ্রন্থাগারের দরজার তালা খোলে না, এসে ফিরে যান পাঠকরা

Dakshin Dinajpur News: বেশিরভাগ দিন‌ই তালা খোলে না গ্রন্থাগারের, এসে ফিরে যেতে হয় পাঠকদের

X
title=

বর্তমানে যিনি এই গ্রন্থাগারের দায়িত্বে রয়েছেন তাঁর দেখা মেলে না বলে অভিযোগ স্থানীয়দের।

  • Share this:

দক্ষিণ দিনাজপুর: পাঠকের ভিড়ে একটা সময় জায়গা পাওয়া যেত না গ্রন্থাগারের রিডিংরুমে। কিন্তু সেসব আজ অতীত। গ্রন্থাগার আছে। সেখানে আগের মতই থরে থরে বই সাজানো আছে। কিন্তু গ্রন্থাগার নিয়মিত না খোলায় বিপাকে পড়েছেন পাঠকরা। বিশেষ করে স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়াদের একাংশ নিয়মিত পাঠক। কিন্তু বালুরঘাটের চকভৃগু গ্রন্থাগার হামেশাই বন্ধ থাকায় তাঁরা সমস্যায় পড়ছেন।

আরও পড়ুন: জমির পাট্টা পেয়ে খুশি সুন্দরবনের ভূমিহীনরা

বালুরঘাটের ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই চকভৃগু গ্রন্থাগার। এখানে এক সময় পাঠকের সংখ্যা উপচে পড়লেও বর্তমানে নিয়মিত খোলে না গ্রন্থাগারের দরজা। স্থানীয়দের অভিযোগ, খাতায়-কলমে গ্রন্থাগার খোলা দেখালেও আদপে দরজায় তালা ঝোলে। গ্রন্থাগারিক সহ বাকি কর্মীরা একের পর এক অবসর নেওয়ায় এবং নতুন কর্মী নিয়োগ না হওয়াতেই এই গ্রন্থাগারের এমন দুরবস্থা বলে জানা গিয়েছে। বর্তমানে যিনি এই গ্রন্থাগারের দায়িত্বে রয়েছেন তাঁর দেখা মেলে না বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে গ্রন্থাগারটি বেশিরভাগ সময় বন্ধ থাকায় তার আশেপাশের চত্বর সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। ঘটনা হল, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকায় নতুন প্রজন্ম গ্রন্থাগারে আসতে চাইছে না। কিন্তু বালুরঘাটের চকভৃগু গ্রন্থাগারের পাঠক সংখ্যা আজও অনেক থাকলেও তা খোলার অভাবে হতাশ হতে হচ্ছে পাঠকদের।

সুস্মিতা গোস্বামী

Published by:kaustav bhowmick
First published:

Tags: Dakshin Dinajpur News, Library