হোম /খবর /ক্রাইম /
সরকারি দফতরে ধাঁচে অফিস খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা

সরকারি দফতরে ধাঁচে অফিস খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা

যুবক-যুবতির কাছ থেকে ২ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে চাকরি দেওয়ার নাম করে।

  • Last Updated :
  • Share this:

#মালদহ: চাকরি দেওয়ার নামে প্রতারণা। রীতিমতো সরকারি দফতরের ধাঁচে অফিস খুলে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। অফিস সিল করে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ঘটনা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অফিস থেকে উদ্ধার করা হয়েছে কম্পিউটার ও প্রচুর নথিপত্র। সেই সব খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে মালদহে ।

মালদহ- নালাগোলা রাজ্য সড়কের ধারে বহুতল অফিস। বাইরে বোর্ড ঝুলানো, "তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। ভিতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চলছে। যুবকদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। যুবক-যুবতির কাছ থেকে ২ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে চাকরি দেওয়ার নাম করে। গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ বুলবুলচন্ডী এলাকায় ওই অফিসের উপর নজরদারি শুরু করে। মালদহ জেলার চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, গাজোল, বামনগোলা থেকে যুবক-যুবতীরা আসতেন ওই অফিসে। গোপনে সেই সব যুবকদের কাছ থেকে কিছু তথ্য পায় পুলিশ। এরপরে সন্দেহ হয় পুলিশের। পুলিশ আধিকারিকরা জানতে পারেন চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে ওই অফিসে। সংস্থাটির বৈধতা নিয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। ওই অফিসটি ভুয়ো, প্রায় নিশ্চিত হওয়ার পর অভিযান চালায় হবিবপুর থানার পুলিশ।

অফিস থেকে গ্রেফতার করা হয় পাঁচজন কর্মীকে। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভঙ্কর সিনহা নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁর খোঁজ করছে পুলিশ। এই ধরনের অফিস জেলায় আরও বেশ কয়েকজন রয়েছে বলে জানা গিয়েছে। সেসব সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Fraud, Malda