#পটনা: ভিডিও কলে প্রমিকার সঙ্গে চ্যাট করতে করতে আত্মহত্যা করল যুবক ৷ পটনায় গতকাল এই ঘটনা ঘটেছে। ভিডিও কলের মাধ্যমে প্রেমিকার সঙ্গে চ্যাট করছিলেন ৷ আচমকা একটি সেমি অটোমেটিক পিস্তল বার করে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে যুবক ৷
ভোর তিনটের সময় ঘটনাটি ঘটে যথন আকাশ কুমার নামে বছর উনিশের তরুণ বাড়িতে একা ছিলেন ৷ বেউর পুলিশ স্টেশন এলাকায় সাইচকের বাসিন্দা আকাশ ৷ জানা গিয়েছে, গত বছর আকাশ ইন্টারমিডিয়েট পরীক্ষায় অকৃতকার্য হন। এরপর থেকেই পটনার একটি বাইকার গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷
আকাশের ঘর থেকে একটি ৯ এমএম পিস্তল, লোডেড ম্যাগাজিন, পেলেট ও সেলফোন উদ্ধার হয়েছে। পুলিশকে মেয়েটি জানায়, সে তাঁকে বলেন, পিস্তল সরাতে, ম্যাগাজিন বার করে নিতে।
জানা গিয়েছে, মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্কে আপত্তি ছিল আকাশের পরিবারের ৷ প্রেমের সম্পর্ক কেটে বেরিয়ে আসার জন্য তার উপর চাপ দেওয়া হচ্ছিল ৷
ঘটনার মেয়েটিকে ভিডিও চ্যাট করতে বলেন আকাশ ৷ জানান যে তার বাবা এই সম্পর্কের বিরুদ্ধে ৷ তিনি তাঁকে শেষবারের মত দেখতে চান। এরপরই কম্বলের ওপর ফোন রেখে বিছানায় শুয়ে পড়েন ৷ মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগার টিপে দেন।
সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যকে ফোন করে বিষয়টি জানালে ভোর পাঁচটা নাগাদ সেই আত্মীয় কোনওভাবে বাড়ির ছাদ দিয়ে আকাশের বাড়িতে ঢোকেন। এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷