হোম /খবর /ক্রাইম /
বাবা, মা, দিদিকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের! সাত সকালে স্তম্ভিত ধনেখালি

Dhaniakhali Murder: বাবা, মা, দিদিকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের! সাত সকালে স্তম্ভিত ধনেখালি

এই বাড়িতেই মা, বাবা এবং দিদিকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে যুবক৷

এই বাড়িতেই মা, বাবা এবং দিদিকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে যুবক৷

সোমবার রাতে ঘুমন্ত অবস্থাতেই নিজের বাবা অসীম ঘোষাল, মা শুভ্রা ঘোষাল এবং বোন পল্লবী চট্টোপাধ্যায়ের হাতের শিরা কেটে হত্যা করে প্রমথেশ (Dhaniakhali Murder)৷

  • Last Updated :
  • Share this:

#ধনেখালি: জটিল অসুখ থেকে মানসিক অবসাদ৷ যার জেরে নিজের মা, বাবা এবং বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল এক যুবক৷ নৃশংস এই ঘটনা ঘটেছে হুগলির ধনেখালির দশঘড়া এলাকায়৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক৷

প্রমথেশ ঘোষাল নামে যে যুবক এই কাণ্ড ঘটিয়েছে, সে এলাকায় যথেষ্ট মেধাবী বলেই পরিচিত৷ এলাকায় ছাত্রছাত্রীদের পড়াতো প্রমথেশ (Dhaniakhali Murder)৷ কিন্তু গত কয়েকমাস ধরে লিভারের জটিল সমস্যায় ভুগছিল ওই যুবক৷ তাঁর চিকিৎসাও চলছিল৷ কিন্তু চিকিৎসার পিছনে বিপুল খরচে মানসিক অবসাদ গ্রাস করেছিল প্রমথেশকে৷ সেই অবসাদ থেকেই প্রমথেশ এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান করছে পুলিশ৷

আরও পড়ুন: সল্টলেকে নৃশংস খুন, উদ্ধার এলআইসি এজেন্টের ক্ষতবিক্ষত দেহ

সোমবার রাতে ঘুমন্ত অবস্থাতেই নিজের বাবা অসীম ঘোষাল, মা শুভ্রা ঘোষাল এবং বোন পল্লবী চট্টোপাধ্যায়ের হাতের শিরা কেটে হত্যা করে প্রমথেশ৷ এর পর নিজেও একই ভাবে আত্মহত্যা করার চেষ্টা করে সে৷ এ দিন সকালে প্রমথেশের ছাত্রছাত্রীরা পড়তে এসে ডাকাডাকি করলেও বাড়ির কেউ সাড়া দেয়নি৷ এর পর বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরাই পাচিল টপকে বাড়ির অন্যদিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন৷ তখনই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন চারজন৷ খবর পেয়ে পুলিশ এসে বাড়ির ভিতরে ঢোকে৷ বাকি তিনজনের মৃত্যু হলেও প্রমথেশ বেঁচে ছিল৷ তাকে উদ্ধার করে ধনেখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আরও পড়ুন: আলাপন প্রথম নন, দু' বছর ধরে বেনামে হুমকি চিঠি পাঠাতেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অরিন্দম

প্রমথেশ যে এমন কাণ্ড ঘটাতে পারে, তা ভাবতেও পারছেন না ঘোষাল পরিবারের প্রতিবেশীরা৷ জানা গিয়েছে, প্রায় চল্লিশ বছর ধরে ধনেখালিতে বাস করছিল ঘোষাল পরিবার৷ তাদের আদি বাড়ি তারকেশ্বরে৷ প্রমথেশের দিদি পল্লবী চট্টোপাধ্যায় বিবাহিত৷ ভাই ফোঁটায় বাপের বাড়িতে এসেছিলেন তিনি৷ সেখানেই ভাইয়ের হাতে প্রাণ গেল তাঁর৷

Rana Karmakar

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Hooghly, Murder