হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আত্মীয়াকে আত্মহত্যা করতে দেখে একমাস বাদে একই পদ্ধতিতে মারা গেল কিশোরী

মর্মান্তিক! আত্মীয়াকে আত্মহত্যা করতে দেখে একমাস বাদে একই পদ্ধতিতে মারা গেল কিশোরী

Young girl commits suicide after watching her relative

Young girl commits suicide after watching her relative

কেমন করে এই ঘটনা হল তদন্তে পুলিশ...

  • Last Updated :
  • Share this:

#নদিয়া: মাসখানেক আগে এক আত্মীয়ার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার পর,একই পন্থায় অনুকরণ করে আত্মঘাতী হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার দেবীপুর গেট পাড়ার। বছর এগারো-র দীপ্তি মণ্ডল স্থানীয় দেবীপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

মৃত ছাত্রীর মা রুপালি মণ্ডলের দাবি, ‘‘প্রায় মাসখানেক আগে তাদের এক আত্মীয়া গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এরপর থেকেই বিভিন্ন সময় দীপ্তি ওই মহিলার মত আত্মঘাতী হওয়ার কথা বারবার বাড়িতে বলতে থাকে। এরপর আজ সকালে সকলের অলক্ষ্যে ছোট একটি ঘরে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হয়।’’ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ওই ছাত্রীর মা তড়িঘড়ি গলার ফাঁস খুলে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ছাত্রীর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যদিও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য বাড়িতে তদন্তে আসে তাহেরপুর থানার পুলিশ।

Published by:Debalina Datta
First published:

Tags: Death, Nadia