• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • শ্বশুরবাড়িতে অত্যাচার করে ছিঁড়ে দেওয়া হয় জামাকাপড়, নগ্ন হয়ে থানায় নিগৃহীতা, ভিডিও তুলতে ব্যস্ত মানুষ

শ্বশুরবাড়িতে অত্যাচার করে ছিঁড়ে দেওয়া হয় জামাকাপড়, নগ্ন হয়ে থানায় নিগৃহীতা, ভিডিও তুলতে ব্যস্ত মানুষ

 • Share this:

  #জয়পুর: শ্বশুরবাড়িতে চরম অত্যাচারের শিকার গৃহবধূ ৷ মারধর করে ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় ৷ এর জেরে প্রায় নগ্ন অবস্থায় বাধ্য হয়ে হেঁটে থানায় অভিযোগ দায়ের করতে যান গৃহবধূ ৷

  পুলিশ জানিয়েছেন, আশ্চর্যের বিষয় হল রাস্তার মানুষ মহিলার সাহায্যে এগিয়ে না এসে ববং তার ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন তারা ৷ নিন্দেজনক এই ঘটনাটি রবিবার ঘটেছে রাজস্থানের চুরুতে ৷

  জানা গিয়েছে, বিয়ের পর থেকেই মহিলার স্বামীর অনুপস্থিতিতে তার উপর নির্মম অত্যাচার চালাত শাশুড়ি ও ননদ মিলে ৷ এদিনও তাদের মধ্যে প্রথমে বচসা হয় ৷ এরপর তাকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় ৷ এদিন অত্যাচার আর সহ্য করতে না পেরে নগ্ন অবস্থায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে গৃহবধূ ৷ ঘটনায় এফআইআ দায়ের করা হয়েছে ৷ পুলিশি নিরাপত্তায় তাকে রাখা হয়েছে ৷ থানায় যাওয়ার পথে বেশ কয়েকজন তার ছবি তুলেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

  পুলিশের তরফে জানানো হয়েছে কোনওভাবে এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া হবে ৷

  First published: