corona virus btn
corona virus btn
Loading

শ্বশুরবাড়িতে অত্যাচার করে ছিঁড়ে দেওয়া হয় জামাকাপড়, নগ্ন হয়ে থানায় নিগৃহীতা, ভিডিও তুলতে ব্যস্ত মানুষ

শ্বশুরবাড়িতে অত্যাচার করে ছিঁড়ে দেওয়া হয় জামাকাপড়, নগ্ন হয়ে থানায় নিগৃহীতা, ভিডিও তুলতে ব্যস্ত মানুষ
  • Share this:

#জয়পুর: শ্বশুরবাড়িতে চরম অত্যাচারের শিকার গৃহবধূ ৷ মারধর করে ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় ৷ এর জেরে প্রায় নগ্ন অবস্থায় বাধ্য হয়ে হেঁটে থানায় অভিযোগ দায়ের করতে যান গৃহবধূ ৷

পুলিশ জানিয়েছেন, আশ্চর্যের বিষয় হল রাস্তার মানুষ মহিলার সাহায্যে এগিয়ে না এসে ববং তার ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন তারা ৷ নিন্দেজনক এই ঘটনাটি রবিবার ঘটেছে রাজস্থানের চুরুতে ৷

জানা গিয়েছে, বিয়ের পর থেকেই মহিলার স্বামীর অনুপস্থিতিতে তার উপর নির্মম অত্যাচার চালাত শাশুড়ি ও ননদ মিলে ৷ এদিনও তাদের মধ্যে প্রথমে বচসা হয় ৷ এরপর তাকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় ৷ এদিন অত্যাচার আর সহ্য করতে না পেরে নগ্ন অবস্থায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে গৃহবধূ ৷ ঘটনায় এফআইআ দায়ের করা হয়েছে ৷ পুলিশি নিরাপত্তায় তাকে রাখা হয়েছে ৷ থানায় যাওয়ার পথে বেশ কয়েকজন তার ছবি তুলেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশের তরফে জানানো হয়েছে কোনওভাবে এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া হবে ৷

First published: May 13, 2019, 2:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर