#বারুইপুর: অবৈধভাবে রেলের টিকিট বিক্রি করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল রেল দফতরের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের নজরুল সরণী এলাকায়।
ধৃতের নাম শর্মিষ্ঠা নস্কর। ধৃতের কাছ থেকে কম্পিউটার-সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ। আইআরসিটিসির এজেন্ট না হওয়া সত্ত্বেও গত দু’বছরের বেশি সময় ধরে সাইবার ক্যাফে খুলে সেখান থেকে নিজের ইউজার আইডি ব্যবহার করে রেলের টিকিট বিক্রি করছিলেন ওই তরুণী।
গোপন সূত্রে সেই খবর পেয়ে, বৃহস্পতিবার দুপুরে আরপিএফ এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসাররা বারুইপুর আরপিএফ ও বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বারুইপুর নজরুল সরণির ওই সাইবার ক্যাফেতে হানা দেন। সেখান থেকে গ্রেফতার করা হয় ওই তরুণীকে। বাজেয়াপ্ত করা হয় একটি মনিটর ও সিপিইউ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Illegal Rail Ticket