• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • ১১ বার সাত পাক, তার পর কী অবস্থা হল!

১১ বার সাত পাক, তার পর কী অবস্থা হল!

পর্দার গল্প আরও একবার হাজির বাস্তবে ৷ সোনম কাপুর অভিনীত ‘ডলি কি ডোলি’ সিনেমার ডলি চরিত্রের বাস্তব ভার্সানের দেখা মিলল নয়ডায় ৷

পর্দার গল্প আরও একবার হাজির বাস্তবে ৷ সোনম কাপুর অভিনীত ‘ডলি কি ডোলি’ সিনেমার ডলি চরিত্রের বাস্তব ভার্সানের দেখা মিলল নয়ডায় ৷

পর্দার গল্প আরও একবার হাজির বাস্তবে ৷ সোনম কাপুর অভিনীত ‘ডলি কি ডোলি’ সিনেমার ডলি চরিত্রের বাস্তব ভার্সানের দেখা মিলল নয়ডায় ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়ডা: পর্দার গল্প আরও একবার হাজির বাস্তবে ৷ সোনম কাপুর অভিনীত ‘ডলি কি ডোলি’ সিনেমার ডলি চরিত্রের বাস্তব ভার্সানের দেখা মিলল নয়ডায় ৷ ১১ জন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সর্বস্ব লুঠ করে পালিয়ে যাওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ ৷

  বছর আঠাশের মেঘা ভার্গবের বাস্তব কীর্তি মনে পড়াতে বাধ্য সন্ধ্যা রায়ের ঠগিনী ও সোনমের ‘ডলি কি ডোলি’-র গল্প ৷ মাত্র ২৮ বছর বয়সে ১১ টি বিয়ে করে ফেলেছেন এই সুন্দরী ৷ আর এই সুন্দরীর মোহে সর্বসান্ত হয়েছে ১১ জন পুরুষ ৷

  বিয়ের ফাঁদ পেতে পুরুষদের প্রতারিত করাই ছিল মেঘা ভার্গবের কাজ ৷ গত অক্টোবরে লোরেন জাস্টিস নাম কোচির এক বাসিন্দার থেকে অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামলে আসল ঘটনা সামনে আসে ৷ লোরেন জাস্টিস পুলিশের কাছে অভিযোগ করেন যে, তাঁর নববিবাহিতা স্ত্রী মেঘা সমস্ত টাকা গয়না সহ ১৫ লাখ টাকা মূল্যের জিনিস নিয়ে পালিয়ে গিয়েছেন ৷

  তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুধু লোরেন নয়, একই ভাবে আরও ১১ জন পুরুষকে একইভাবে বিয়ে করে ঠকিয়েছেন মেঘা ৷ অবশেষে শনিবার কোচি ও নয়ডা পুলিশের যৌথ অভিযানে নয়ডার ১২০ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয় জালিয়াত বধূ মেঘাকে ৷ অপরাধে যুক্ত থাকার অভিযোগে মেঘার বোন প্রাচী ও তাঁর জামাইবাবু দেবেন্দ্র শর্মাকে ৷

  জেরায় প্রকাশ খবরের কাগজ ও ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে তাঁর শিকারদের বেছে নিত মেঘা ৷ তাঁর নিশানায় ছিল মূলত ডিভোর্সী অথবা শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন অবস্থাপন্ন ঘরের পুরুষেরা ৷ যাদের খুব সহজে নিজের কথার জালে ফাঁসিয়ে বিয়ে সেরে ফেলত মেঘা ৷ কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের ঘুমের ওষুধ খাইয়ে সব টাকা-পয়সা ও গয়নাগাঁটি নিয়ে চম্পট দিত এই প্রতারক সুন্দরী ৷ যদিও এই অভিযোগ স্বীকার করতে চায়নি অপরাধের নায়িকা মেঘা ৷ তাঁর দাবি, স্বামীদের সঙ্গে সমস্যা হওয়ায় দুপক্ষের বোঝাপড়ায় সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসত সে ৷

  First published: