corona virus btn
corona virus btn
Loading

প্রাণের ঝুঁকি নিয়েই এটিএমে ডাকাতি রুখে দিলেন নিরাপত্তারক্ষী, দেখুন ভিডিও

প্রাণের ঝুঁকি নিয়েই এটিএমে ডাকাতি রুখে দিলেন নিরাপত্তারক্ষী, দেখুন ভিডিও
Photo Courtesy: ANI

প্রাণের ঝুঁকি নিয়েই এটিএমে ডাকাতি রুখে দিলেন নিরাপত্তারক্ষী। দিল্লির মাঝরা দাবাস এলাকায় এটিএমে ক্যাশ ভরতে আসার কথা ছিল ব্যাঙ্ককর্মীদের।

  • Share this:

#নয়াদিল্লি: প্রাণের ঝুঁকি নিয়েই এটিএমে ডাকাতি রুখে দিলেন নিরাপত্তারক্ষী। দিল্লির মাঝরা দাবাস এলাকায় এটিএমে ক্যাশ ভরতে আসার কথা ছিল ব্যাঙ্ককর্মীদের। তার আগেই ওই এটিএমের সামনে বাইকে করে হেলমেটে মুখ ঢেকে আসে দুষ্কৃতীরা। এটিএমে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেন দলীপ তিওয়ারি নামে ওই নিরাপত্তারক্ষী।

দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। এরপরেই নিরাপত্তারক্ষীর পায়ে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থাতেই দুষ্কৃতীদের বাধা দেন নিরাপত্তারক্ষী। এরমধ্যেই এসে পৌঁছন ব্যাঙ্ককর্মীরা। স্থানীয়রাও জড়ো হওয়ায় পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষীর অবস্থা বিপন্মুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ৷

First published: November 16, 2017, 3:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर