• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • চোর সন্দেহে নাবালককে বেধড়ক মার, দেখুন ভিডিও

চোর সন্দেহে নাবালককে বেধড়ক মার, দেখুন ভিডিও

চোর সন্দেহে নাবালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল জিআরপি হেড কনস্টেবলের বিরুদ্ধে ৷

চোর সন্দেহে নাবালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল জিআরপি হেড কনস্টেবলের বিরুদ্ধে ৷

চোর সন্দেহে নাবালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল জিআরপি হেড কনস্টেবলের বিরুদ্ধে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #গোয়ালিয়ার: চোর সন্দেহে নাবালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল জিআরপি হেড কনস্টেবলের বিরুদ্ধে ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়ার রেল স্টেশনের ৷

  জানা গিয়েছে, নাবালককে চোর সন্দেহে প্রথমে বেধড়ক মারধর করে পুলিশ ৷ এরপর সে অচৈতন্য হয়ে পরলে তার গলার কলার ধরে প্লাটফর্মের উপর  দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন ওই কনস্টেবল। অজ্ঞান হয়ে গেলেও তাঁকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় ৷

  শনিবার ঘটনাটি ঘটেছে ৷ সেইসময় স্টেশনে উপস্থিত কয়েকজন পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে নেয় ৷ ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়াতেই সেটি ভাইরাল হয়ে যায় ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে ৷

  তবে অভিযুক্ত কনস্টেবল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন যে নাবালকটিকে চুরি করতে হাতেনাতে তিনি ধরেছেন ৷ সেই সময় নাবালক মদ্যপ অবস্থায় ছিল ৷

  First published: