• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • VIDEO GOES VIRAL WHEN A MAN BEATEN BY HIS TWO WIVES WHILE HE WAS GOING TO MARRY THIRD TIME DD

বারবার তিনবার!ফের বিয়ে করতে যাচ্ছিলেন, দুই বউ মিলে ব্যাপক মারধর করলেন স্বামীকে, দেখুন ভাইরাল ভিডিও

Photo- Representive

বিয়ে বিয়ে বিয়ে! আর তারপর যা হল ...

 • Share this:

  #কোয়েম্বাটুর: বিয়ের শখ আর যায় না ৷ দু‘টো বিয়ে হয়ে গেছে , ফের আবার বিয়ে করতে যাচ্ছিলেন ২৬ বছরের যুবক ৷ একেবারে ম্যাট্রিমোনিয়াল সাইটে নিজের পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন ৷ ব্যাস আর যায় কোথায় ৷ এর আগে ওই যুবকের দুজন স্ত্রী ছিলেন ৷ তাঁরা একেবারে জুতো , কিল চড় কিছু বাদ রাখলেন না ৷ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

  পুলিশ জানিয়েছে দুই মহিলা নিজের নিজের বাবা-মায়ের সঙ্গে থাকতেন ৷ কারণ ওই যুবক স্ত্রীদের প্রচণ্ড মারধর করত ৷ এর আগে ওই যুবকের বাড়ির সামনেও ধর্ণা দিচ্ছিলেন ৷ এর জেরে ওই ছেলেটিকে পুলিশ স্টেশনে দেখা করতে আসতে বলেছিল পুলিশ ৷

  আরও পড়ুন - ‘কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের’ জন্য তৈরি এই ছবিগুলি ঝড় তুলেছিল বলিউডে

   পুলিশি জেরার পর যখন থানা থেকে বেরোচ্ছিলেন তখন দুই স্ত্রীই তাঁকে আক্রমণ করে ৷ সঙ্গে ছিল তাদের পরিবার ও বন্ধুরা ৷ এই তরুণ ২০১৬ সালে প্রথম বিয়ে করে ৷ আরেকটি বিয়ে করে এ বছর এপ্রিলে ৷ এরপর আসরে নামে পুলিশ ৷ তারা সবপক্ষকে থানায় নিয়ে যায় ৷ দুই ভদ্রমহিলাই নিজের অভিযোগ দায়ের করে ৷

  দেখে নিন সেই ভিডিও

   আরও দেখুন

  First published: