#মেরঠ: কী অবস্থা ! নকল ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ দেখিয়ে তা লন্ডন থেকে আসা এক ডাক্তারকে ২.৫ কোটি টাকা দিয়ে বিক্রি করল দুই ঠগ ব্যবসায়ী ৷ নিজেদেরকে ‘তান্ত্রিক’ বলে পরিচয় দিয়ে নকল জাদুই চিরাগ ওই ডাক্তারকে বিক্রি করে দুই অভিযুক্ত বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মেরঠে ৷
মেরঠের খয়েরনগর এলাকার ব্রক্ষপুরী পুলিশ স্টেশনের ঘটনা ৷ প্রতারিত ডাক্তারের নাম ডাঃ লায়েক খান ৷ তিনি পুলিশের কাছে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন ৷ হিন্দি সংবাদপত্র নবভারত টাইমসের খবর অনুযায়ী, ওই দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-ও ৷
প্রতারিত ডাক্তার জানিয়েছেন, ২০১৮ সাল থেকেই সামিনা বলে এক মহিলার চিকিৎসা করেন তিনি ৷ ওই মহিলার বাড়িতেও ড্রেসিং করার জন্য বেশ কয়েকবার গিয়েছেন চিকিৎসক ৷ সেখানেই ইসলামউদ্দিন নামের এক তান্ত্রিকের সঙ্গে দেখা হয় ডাক্তারের ৷ ইসলামউদ্দিন ডাক্তারকে কথা দেয় তার জাদুর শক্তিতে একদিন কোটি কোটি টাকার মালিক হবেন ডাক্তার লায়েক খান ৷ ব্যস লোভে পা দিয়েই নিজের প্রায় সর্বস্ব খোয়াতে বসেছিলেন লায়েক খান ৷ আলাদিনের চিরাগ পেয়ে রাতারাতি বড়লোক হওয়া স্বপ্ন দেখেছিলেন ৷ যার জেরে খোয়াতে হল ২.৫ কোটি টাকা ৷ অনেকগুলি কিস্তিতেই টাকাটা ওই তান্ত্রিককে দিয়েছিলেন লায়েক ৷ যদিও ধৃতদের কাছ থেকে টাকাটি উদ্ধার হয়েছে কী না, সেসম্পর্কে এখনও কিছুই জানা যায়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aladdin, Uttar Pradesh