#হায়দরাবাদ: মন খারাপ করার মত ঘটনা প্রকাশ্যে এসেছে, ঘটনাস্থল তেলেঙ্গানা ৷ এমন ঘটনা যা সবাইকে দু'বার ভাবতে বাধ্য করবেই ৷ সোমবার তেলেঙ্গানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ প্রেম ঘঠিত সম্পর্কের জেরে দশম শ্রেণির পড়ুয়া একে অপরের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ৷ তারা মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ ৷
কে মহেন্দ্র নামের এক ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ সেখানে অন্য ছাত্রটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ৷ দুই ছাত্রের পরিবারের দাবি এই ঘটনায় তৃতীয় কেউ জড়িত আছে ৷ এইপরেই মামলা অন্যদিকে মোড় নিয়েছে ৷ ঘটনাস্থল থেকে মদের বোতল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ৷
পুলিশ জানিয়েছে মিশনারী স্কুলের ওই দু'জনেই স্কুলেরই এক মেয়েকে ভালবাসত ৷ পুলিশ দুই ছাত্রের মোবাইল ফোন খতিয়ে দেখছে ৷ তারা মদ্যপ অবস্তায় একে অপরের গায়ে আগুন লাগিয়েছিল বলেই মনে করছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Love Affair, Student Died, Telangana, Terribly Injured, গুরুতর আহত ১, মদ্যপ, মৃত ১