#মুম্বই: বড়সড় সাফল্যের মুখ দেখল মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়ার্ড বা এটিএস ৷ মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়ার্ড জালে ধরা পড়ল লস্কর জঙ্গি ফজল মির্জা ৷ এই জঙ্গি ফজল মির্জাকে নিয়ে এক এক দিন নতুন নতুন তথ্য সামনে এসেছে ৷
সূত্রের খবর রেলে নাশকতার করার ছক কষতেই তার জঙ্গি সংগঠন ফজলকে নিযুক্ত করেছে ৷ ধৃত লস্কর জঙ্গি ফজল মির্জাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷ জেরা স্বীকারোক্তি ফজল ও তার এক সঙ্গী আল্লারাখা আবু বখর মনসুরী খুব তাড়াতাড়ি একাধিক জায়গায় রেললাইনে ভয়ানক বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল ৷ জেরায় উঠে এসেছে পাকিস্তান যোগও ৷
আরও পড়ুন নাবালিকা ধর্ষণে উত্তপ্ত মহিষাদল, অভিযুক্ত স্থানীয় যুবক পলাতক
জানা গিয়েছে পাকিস্তানে বোমা বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাদের ৷ কিছুদিন আগেই মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়ার্ড দুজন লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ তাদের জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সব ৷ মুম্বই, গুজরাত, উত্তরপ্রদেশে নাশকতার ছক ছিল তাদের ৷
মির্জাকে মুম্বই আর তার সহযোগী আল্লারাখা আবু বখর মনসুরী গুজরাতে নাশকতা করার জন্য পাঠানো হয়েছে ৷ তাদের কাছ থেকে একটি আত্মঘাতী বোমা উদ্ধার করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2 Lashkar Militants, Anti Terrorism Squad, Arrested, Maharashtra, Mumbai