#নয়াদিল্লি: ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেদার কেনা বেচা চলছিল চাইল্ড পর্ণোগ্রাফি ৷ রবিবার এই বিষয়ে ২ জনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ নীরজ কুমার ও কুলজিৎ সিং নামে দুই ব্যক্তির বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ B Tech করা নীরজ কুমার ইনস্টাগ্রামে চাইল্ড পর্ণোগ্রাফি-সহ আপত্তিকর জিনিস বিক্রির বিজ্ঞাপণ দিচ্ছিলেন ৷
এর পাশাপাশি জানা গিয়েছে অভিযুক্ত নীরজ অন্য আরেক ব্যক্তির কাছ থেকে আপত্তিকর ডেটা কিনে ক্লাউড বেসড ওয়েবসাইটে স্টোর করে রেখেছেন ৷ পেটিএমের মাধ্যমে তিনি এর জন্য পেমেন্ট করেছিলেন বলেও জানা গিয়েছে ৷ এরপর এই সমস্ত আপত্তিকর জিনিস যার মধ্যে চাইল্ড পর্ণোগ্রাফি রয়েছে সেগুলি বিক্রি করার বিজ্ঞাপণ দিয়েছিলেন ইনস্টাগ্রামে ৷
অনলাইনে পেমেন্ট পাওয়ার পর নীরজ হোয়টসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপত্তিকর সমস্ত ছবি ও ভিডিও শেয়ার করছিলেন ৷ জানা গিয়েছে এর মাধ্যমে অভিযুক্ত বিপুল টাকা আয় করছিলেন এবং ২০১৯ সাল থেকে তিনি এটা করছিলেন ৷ আদালতে দু’জনকে পেশ করা হলে তাদের ২২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷