নয়াদিল্লি: হেরোইন পাচার করার অভিযোগে দুই আফগান নাগরিককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি ৷ শ্যাম্পু এবং চুল রং করার বোতলের মধ্যে হেরোইন ভরে তা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ৷ ওই আফগানদের কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ১৩৬ কোটি টাকা বলে জানিয়েছেন বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা ৷ ওই দুই আফগান নাগরিকদের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় ৷
রবিবার কাস্টমস দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হেরোইন-সহ ধৃত ওই আফগান নাগরিকরা শুক্রবার ৪ জুন দুবাই থেকে দিল্লিতে আসে ৷ ওদের ব্যাগপত্র এক্স-রে স্ক্যান করার পরেই সন্দেহজনক কিছু ধরা পড়ে ৷ শ্যাম্পু এবং চুল রং করার বেশ কিছু বোতলের মধ্যে ১৯.৪৮ কেজির কিছু থকথকে জিনিস নজরে আসে আধিকারিকদের ৷ এরপরেই সেগুলি পরীক্ষা করে দেখা যায় শ্যাম্পুর বোতলে রাখা সন্দেহজনক জিনিসগুলি আসলে হেরোইন ৷ যার বাজারমূল্য ১৩৬ কোটি টাকারও বেশি ৷ দিল্লি বিমানবন্দরে এই বিপুল অঙ্কের হেরোইন উদ্ধার হওয়ার পর এখন আরোই সতর্ক কাস্টমস আধিকারিকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Airport