#ত্রিপুরা: ছোট ছোট সন্তানদের সামনে নিজের স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। কেবল তাই নয়, খুন করার পরে তাঁদের মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ফেলে ওই ব্যাক্তি। তারপরে বিষ খেয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ঢালাই জেলায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছেন, অভিযুক্তের স্ত্রী গত চার মাস ধরে সন্তানদের সঙ্গে মায়ের বাড়িতেই গিয়েছিলেন। ওই ব্যক্তি এবং তার স্ত্রী’র ডিভোর্স হওয়ার কথা ছিল। পুলিশের সন্দেহ এই খুনের পিছনে দাম্পত্য কলহ জড়িয়ে রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু জানানো যাচ্ছে না।
পুলিশের তরফে আরও জানানো হয়, ঘটনাটি প্রথমে এক স্থানীয় মহিলার নজরে আসে। শিশুদের প্রচন্ড চিৎকার শুনে ওই মহিলা বাড়ির ভিতরে ঢুকেছিলেন। মেঝেতে রক্তাক্ত অবস্থায় ব্যাক্তির স্ত্রী ও শাশুড়িকে পড়ে থাকতে দেখে মহিলা আঁতকে ওঠেন। বাচ্চারা বিছানায় বসে কেঁদে যাচ্ছিল। এরপর তিনিই প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।