#ত্রিশূর: নাবালিকাকে ধর্ষণ (Minor Rape) করে তাঁকে গর্ভবতী করার অভিযোগ উঠল টিকটকের জনপ্রিয় ব্যক্তিত্বের (TikTok Personality) বিরুদ্ধে। ১৯ বছরের অম্বালি ওরফে ভিগনেশ কৃষ্ণাকে (Vignesh Krishna) গ্রেফতার করেছে কেরালার ত্রিশূর জেলার পুলিশ। পকসো আইনে ভিগনেশের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিগনেশের সঙ্গে ওই নাবালিকার যোগাযোগ হয়েছিল। তার পরেই দেখা করা শুরু করেছিলেন তাঁরা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকাকে ভিগনেশ ধর্ষণ করে বলে অভিযোগ। নিজের বাড়িতে নিয়ে গিয়ে দীর্ঘদিন তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মেয়েটি গর্ভবতী হয়ে পড়ার পরই তাঁর বাবা-মা পুলিশের কাছে ভিগনেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার পর থেকেই পলাতক ভিগনেশ। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, কিছুদিন আগেই পাসপোর্টের জন্য আবেদন করেছিল ভিগনেশ। বিদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছে সে। সেই পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামেই পুলিশ ভিগনেশকে গ্রেফতারের ছক কষে।
পুলিশ ভিগনেশের বাড়িতে গিয়ে জানায়, তার পাসপোর্ট তৈরি হয়ে গিয়েছে। অফিসে এসে নিয়ে যেতে। সেই ফাঁদেই পা দেয় ভিগনেশ ও তার পরিবারের লোকেরা। পুলিশ সূত্রে খবর, পরদিনই ভিগনেশের বাবা ত্রিশূর মেডিক্যাল কলেজ হাসপাতালে যায় ভিগনেশের সঙ্গে দেখা করে তাকে খবর দিতে। পুলিশ তাঁকে ধাওয়া করে হাসপাতালে পৌঁছে যায়। সেখান থেকেই জালে ধরা পড়ে ভিগনেশ।
ভারতে এখন নিষিদ্ধ এই চিনা অ্যাপ টিকটক। তার আগে টিকটকে নানা ধরনের ভিডিও করার জন্য জনপ্রিয়তা পেয়েছিল ভিগনেশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।