#লখনউ: এক-দু'বার নয়। সম্প্রতি ষষ্ঠবার (sixth time) বিয়ের পিঁড়িতে বসেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মন্ত্রী চৌধুরি বসির (former minister Chaudhary Bashir)। কিন্তু বিয়ে করলেও সুখ সইল না কপালে।মন্ত্রীর তিন নম্বর স্ত্রী (third wife) নাগমা মুসলিম বিবাহ আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
নাগমা আগ্রার (Agra) মান্টোলা থানায় (Mantola police station) মুসলিম মহিলার [Muslim Women (Protection of Rights on Marriage)] বিবাহ অধিকার আইনের ৩ নম্বর ধারা এবং ভারতীয় দন্ডবিধির (Indian Penal Code) ৫০৪ নম্বর ধারায় মামলা রুজু করেন। নাগমার দাবি, ২০১২ সালের ১১ নভেম্বরতান্র সঙ্গে প্রাক্তন মন্ত্রী বসির বিবাহসূত্রে আবদ্ধ হন। এরপর সম্প্রতি নাগমা খবর পান, তাঁর স্বামী ২৩ জুলাই ফের একটি মেয়ের সঙ্গে বিয়ে পিঁড়িতে বসছেন। তখন তিনি একেবারে স্বামীর বাড়িতে পৌঁছে বিয়ে আটকানোর চেষ্টা করেন।
নাগমার দাবি, সেই সময় বসির তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন সকলের সামনে। চিৎকার করে তিনবার 'তালাক' (talaq) বলেন। এরপরেই নিজের নিরাপত্তার কথা ভেবে পুলিশের দ্বারস্থ হন। জানা গিয়েছে, এর আগেও স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল বসিরের বিরুদ্ধে। তাঁদের একটি মামলাও ঝুলছে আদালতে। প্রসঙ্গত, মায়াবতীর সময়ে (Mayawati-led government) উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন চৌধুরি বসির। পরে তিনি সমাজবাদী পার্টিতে (Samajwadi Party) যোগ দেন। কিন্তু তার কিছুদিনের মধ্যেই দল ছেড়ে দেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttar Pradesh