#শ্রীনগর: জম্মু ও কাশ্মারীরের বাদগাম জেলার বিজেপি নেতা আব্দুল হামিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা৷ সরাসরি বিজেপি নেতার বাড়িতে ঢুকে পড়ে জঙ্গিরা৷ বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে গুলি করে তারা৷ গুরুতর জখম হন নেতা এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে৷ জোরদার খোঁজ চলছে জঙ্গিদের৷
রবিবার সকালে বিজেপি নেতা আব্দুল হামিদের বাড়িতে প্রথমে চড়াও হয় জঙ্গিরা৷ তাকে গুলি করে৷ এরপর এক বিজেপি নেত্রীর বাড়িকে ঢুকে হামলা চালায়৷ তবে তিনি বাড়িতে না থাকায় জঙ্গিরা সেখান থেকে চলে যায়৷
বদগাম জেলার বিজেপি (OBC) শাখার প্রেসিডেন্ট পদে রয়েছেন আব্দুল হামিদ৷ খবর পেয়েই পুলিশ পৌঁছয় ওই এলাকায়৷ বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
An encounter has started at Sighanpor area of Kulgam. Police and security forces are on the job. Further details shall follow: Kashmir Zone Police#JammuAndKashmir
— ANI (@ANI) August 8, 2020
এর আগে ৪ অগাস্ট কুলগাম জেলার আখরান এলাকায় আরিফ আহমেদ শাহের ওপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা৷ এরপর তাঁকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir, Terrorist