#হায়দরাবাদ: ভয়াবহ দৃশ্য! ব্যস্ত রাস্তায়, দিনের আলোতে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে আইনজীবী স্বামী-স্ত্রীকে৷ তারপর একের পর এক তাদের বুকে বসানো হচ্ছে ছুরি! আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন স্বামী৷ গলগল করে বয়ে যাচ্ছে রক্ত৷ গাড়ির দরজা থেকে ঝুলছে স্ত্রীর দেহ! এমন ছবি ধরা পড়েছে তেলঙ্গনার মন্থনি এবং পেড্ডাপল্লি শহরের মাঝে এক ব্যস্ত রাস্তায়৷ স্বামী গট্টু ভমন রাও, স্ত্রী পিভি নগামণি৷ দু’জনেই তেলঙ্গনা হাইকোর্টের আইনজীবী৷ তাদের ওপর এভাবে হামলায় কোনও পথচারী প্রতিবাদ করলেন না, কারণ সকলেই ব্যস্ত থাকলেন ভিডিও রেকর্ড করতে৷ পরে তেমনই একটি ভয়াবহ ভিডিও সোশ্যাম মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷
এই ভিডিওতে দেখা গিয়েছে যে, হামলাকারী বারবার বুকে ছুরি বসাচ্ছে গট্টু ভমনের৷ গাড়ির ঠিক পাশে একটি বাস কিছুক্ষণের জন্য গতি নিয়ন্ত্রণ করে, হর্ন বাজাতে থাকে৷ এ ছাড়াও পাশে থাকা এক যুবক বাইক থামিয়ে দেখতে থাকেন গোটা ঘটনা৷ এরপর সকলেই সরে যান এলাকা থেকে৷ অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, গভীরভাবে জখম স্ত্রী নগামণি, গাড়ির দুই সিটের মাঝে আকটে রয়েছেন৷ আরও একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা গিয়েছে যে, ভামন রাও রাস্তায় পড়ে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিকে৷ তার মধ্যেও তিনি কথা বলার চেষ্টা করছেন৷ নিজের পরিচয় জানাচ্ছেন এবং একই সঙ্গে যে তাঁর বুকে ছুরি বসিয়েছে, তার নামও উল্লেখ করছেন৷ হামলাকারীর নাম কুন্তি শ্রীনিবাস, তেলেঙ্গনা রাষ্ট্র সমিতির সদস্য সে৷ এমনই জানা গিয়েছে৷
আইনজীবী দম্পতিকে হাসপাতালে নিয়ে গেলে, তাদের মৃত ঘোষণা করা হয়৷ এর আগেই দাবি করা হয় যে দম্পতির প্রাণের আশঙ্কা রয়েছে৷ তারপরই এই বীভৎস ঘটনা৷ ইতিমধ্যেই ১০ জনকে আটক করা হয়েছে৷ এদের থেকে মূল অভিযুক্তের সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ৷ প্রকাশ্যে এমন হামলার ঘটনায় রাজ্যের আইনজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং একই সঙ্গে ঘটনার কড়া নিন্দা করা হয়েছে বার কাউন্সিলের পক্ষ থেকে৷ দ্রুত অভিযুক্তের সাস্তি দাবি করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Murder, Telengana