#বেঙ্গালুরু: দুর্নীতিতে অভিযুক্ত আইএএস (IAS) অফিসার বিএম বিজয় শঙ্করের (BM Vijay Shankar) দেহ মিলল তাঁর বেঙ্গালুরুর বাড়ি থেকে৷ পঞ্জি কেলেঙ্কারিতে (Ponzi Scam) নাম জড়িয়েছিল তাঁর৷ তিনি আত্মহত্যা করেছেন, এমন খবর সামনে আসলেও বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও জানাচ্ছেন যে, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে এবং সেই হিসেবেই শুরু হয়েছে তদন্ত৷ এটা যে আত্মহত্যা, তা বলে বিষয়টি নিশ্চিত ভাবে চিহ্নিত করা যাবে না৷
মৃত্যুর সময় সন্ধে ৭টা বলে জানা গিয়েছে৷ বিজয় শঙ্করের দেহ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই দেহের ময়নাতদন্ত হবে৷
বেঙ্গালুরুর জেলা কমিশনার থাকাকালীন তাঁর আইএমএ পঞ্জি কেলেঙ্কারিতে নাম উঠে আসে৷ সিবিআই উচ্চপদস্থ এই সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করে৷ এবং তাঁকে সাসপেন্ড করা হয়৷
আইএমএ(I Monetary Advisors (IMA) প্রতিষ্ঠাতা মহম্মদ মনসুর খানের থেকে ১.৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বিজয় শঙ্করের বিরুদ্ধে৷ আইএমএর কাজে সুবিধা পাইয়ে দিতে এই ঘুষ তিনি নিয়েছিলেন বলে অভিযোগ৷