#তিরুবনন্তপুরম: কেরলে সোনা পাচারের মামলায় বিদেশি দূতাবাসের এক প্রাক্তন কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠল কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের বিরুদ্ধে ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক আইএএস আধিকারিককে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে ৷ রাজ্যের বিরোধী দল সিএমও-র বিরুদ্ধে অভিযোগ তুলেছে ৷
সীমা শুল্ক বিভাগ ৪ জুলাই ৩০ কেজি পাচার হওয়া সোনা উদ্ধার করে ৷ এরপরেই সরকার সেই আধিকারিককে সাসপেন্ড করেছে ৷ যদিও কেরলের মুখ্যমন্ত্রী বিপক্ষের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন ৷ সীমা শুল্ক দল তিরুবনন্তপুরমের বিমানবন্দর থেকে ১৫ কোটি টাকার সোনা উদ্ধার করে ৷ এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন কী করে এত বড় কনসাইনমেন্ট কার্গো দিয়ে এল ৷
কার্গো বিমানে এক ডিপ্লোম্যাটিকের ব্যাগে সেই ৩০ কেজি সোনা পৌঁছয় ৷ কী করে এটা হল এখন তদন্তকারী দল এটাই খতিয়ে দেখছে ৷ এই মামলায় অভিযুক্ত ইউএই-তে নিযুক্ত জন সম্পর্ক আধিকারিককে সোমবার গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ৷ এই মামলায় আরেকজন মহিলার যুক্ত থাকার বিষয়েও সন্দেহ করছে তদন্তকারীরা ৷ সেই মহিলার নাম স্বপ্না সুরশে আর এই মহিলা সোনা নিজের বলে দাবি করেছেন ৷
এদিকে বিরোধী কংগ্রেসের মতে সিএমও এই মুহূর্তে দুষ্কৃতীকারীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।