• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে গরমিল? রিপোর্টে কী কী নিয়ে উঠছে প্রশ্ন, জেনে নিন

সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে গরমিল? রিপোর্টে কী কী নিয়ে উঠছে প্রশ্ন, জেনে নিন

সুশান্ত মামলায় সিবিআই তদন্তের আজ, মঙ্গলবার পঞ্চম দিন। ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিট।

সুশান্ত মামলায় সিবিআই তদন্তের আজ, মঙ্গলবার পঞ্চম দিন। ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিট।

সুশান্ত মামলায় সিবিআই তদন্তের আজ, মঙ্গলবার পঞ্চম দিন। ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিট।

 • Share this:

  #মুম্বই: সুশান্ত মামলায় ফের সিদ্ধার্থ-নীরজ ও সন্দীপকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সুশান্তের প্রাক্তন চাটার্ড অ্যাকাউন্ট্যাট সন্দীপ শ্রীধর, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও রাধুঁনি নীরজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সুশান্ত মামলায় সিবিআই তদন্তের আজ, মঙ্গলবার পঞ্চম দিন। ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিট। আজ, মঙ্গলবার সিটের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন সিবিআই-এর শীর্ষ কর্তারা। খুন বা আত্মহত্যার কোনও কারণ পাওয়া যায়নি এখনও পর্যন্ত। সুশান্তের মানসিক অবস্থা কেমন ছিল তা নিয়ে তদন্তের নির্দেশ শীর্ষ আধিকারিকদের।

  সুশান্তের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নগুলির উপর কার্যত সিলমোহর বসিয়ে দিলেন এইমসের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সুধীর গুপ্তা। তিনি জানিয়েছেন,

  - সুশান্তের ময়নাতদন্ত রিপোর্টে অসঙ্গতি রয়েছে - ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সময়ের উল্লেখ নেই - ময়নাতদন্ত রিপোর্ট খতিয়ে দেখতে কমিটিও গড়েছে এইমস - সোমবার কুপার হাসপাতালে যান সিবিআই আধিকারিকরা - কুপার হাসপাতালেই সুশান্তের ময়নাতদন্ত হয়েছে -হাসপাতালের চিকিৎসক ও কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করে সিবিআই

  বয়ানের সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে ৷ আজ, মঙ্গলবার ফের সুশান্তের ফ্ল্যাটে যেতে পারে ফরেনসিক দল ৷ আজই জেরা করা হতে পারে রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠ স্যামুয়েল মিরান্ডাকে ৷ সুশান্তেরও প্রাক্তন হাউস ম্যানেজার ছিলেন এই স্যামুয়েল ৷

  সিবিআইয়ের রেডারে রয়েছে মুম্বইয়ের ওয়াটারস্টোন রিসর্টেও। গতবছর নভেম্বরে ইউরোপ ট্যুর থেকে ফেরার পর এই রিসর্টেই প্রায় দু’মাস ছিলেন সুশান্ত-রিয়া।সোমবার রিসর্টের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিপত্র ও লেনদেনও খতিয়ে দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  Published by:Siddhartha Sarkar
  First published: