#সুরাত: একদল মানুষ এসে গাড়িতে করে তুলে নিয়ে গেল ব্যবসায়ীকে ৷ সুরাতের ভেসু এলাকায় টাকা নিয়ে যখন যাচ্ছিলেন তখনই ঘটে এই অপহরণের ঘটনা ৷ সুরাতের অত্যন্ত ধণীতম এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে যাওয়ায় প্রচণ্ড চাঞ্চল্য ৷ বাড়ির লোক অপহরণের এই ঘটনা নিয়ে পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছে ৷
গভীর রাতে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে দুই জনকে গ্রেফতার করা হয়েছে ৷ লকডাউন শিথিল হওয়ার পর ব্যবসা শুরু করেছিলেন ৷ কল্পেশভাই শান্তিলাল বসমিয়া ভেসু এলাকায় বাস করতেন ৷
শনিবার সকালে অফিসে যাওয়ার পর টাকা পেতেন এমন টাকা পেয়ে নিজের ভেন্টো গাড়িতে ফিরছিলেন ৷ গাড়ির নম্বর GJ - 05 - JR - 4115৷ এমন সময় গাড়ির কাছে তিন অপরিচিত ব্যক্তি আসে তারা কল্পেশকে জোর করে গাড়িতে তুলে পালিয়ে যায় ৷
এই ঘটনার অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয় ৷ পুলিশ এই ঘটনার তদন্তের জন্য একটা আলাদা দল তৈরি করেছে ৷ পুলিশ গভীর রাতে যে দুজনকে গ্রেফতার করেছে তারা জেরায় স্বীকার করেছে এই ঘটনার কথ্য ৷ একাধিক ব্যবসায়ীকে এভাবে কিডন্যাপ করার প্ল্যান ছিল তার ৷ তার বক্তব্য লকডাউনের সময় দীর্ঘদিন ধরে ব্যবসায়িদের থেকে যে বরাদ্দ অর্থ তারা পেয়ে থাকে সেটা বন্ধ ছিল৷ তাই এই অপহরণ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।