#খড়্গপুর: হঠাৎই দু রাউন্ড গুলিতে কেঁপে উঠল খড়্গপুর খরিদা জিন তলাব এলাকা । সোনু মিশ্র নামে এক যুবক অভিযোগ করেছেন, হঠাৎই শের খান এবং পোস্ত নামে দুই যুবকের সঙ্গে বেশ কয়েকজন দুষ্কৃতিরা তাঁর হামলা চালায়, বেধড়ক মারধর করে এবং দু রাউন্ড গুলি চালায় । যদিও অল্পের জন্য বেঁচে যায় সোনু মিশ্র । এলাকাবাসীরা পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক যুবকের পেটে গুলি লেগেছে । আতঙ্কের জেরে সেই গুলি লাগা অবস্থায় পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন তিনি । সেই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ । যদিও এখন অবধি পুলিশকে খালি হাতেই এলাকা থেকে ফিরতে হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। এলাকাজুড়ে তল্লাশি করছেন খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার এবং টাউন থানার পুলিশ । সূত্রের খবর দুই মাফিয়ার এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন খড়্গপুর টাউন থানার পুলিশ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।