#শ্রীনগর: নয় বছরের মেয়েকে ধর্ষণ করে চোখ উপড়ে খুন করার অভিযোগ উঠল সত্ মা-র বিরুদ্ধে । রবিবার শ্রীনগরের বারামুল্লা জেলার উরি এলাকার কাছে একটি জঙ্গল থেকে শিশুটির পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ ।বারামুল্লা পুলিশের সুপারিন্টেনডেন্ট ইমতিয়াজ হুসেইন মীর জানান, গত ২৩ অগাস্ট থেকে মেয়ে নিখোঁজ হওয়ায় পুলিশে মিসিং ডায়েরি করেছিলেন শিশুটির বাবা । সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার জঙ্গলের মধ্যে থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । জিজ্ঞাসাবাদের পর শিশুটির সত্ মা সহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ ।আরও পড়ুন: ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা’, মাঝেরহাট ব্রিজ ভাঙা নিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীরজিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্তের রিপোর্ট থেকে পুলিশের অনুমান, রীতিমত পরিকল্পনা করেই সত্ মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন সত্ মা । ঘটনার দিন মেয়েক জঙ্গলে নিয়ে গিয়েছিলেন তিনিই । সেখানে যোগ দেয় তার ১৪ বছরের ছেলে ও তার বন্ধুরা । মায়ের উপস্থিতিতেই শিশুটিকে গণধর্ষণ করে তারা । এরপর মা শিশুটির গলায় ফাঁস দিলে বন্ধুদের সঙ্গে শিশুটির মাথায় কুড়ুলের আঘাত করতে থাকে ছেলে । ধারাল ছুরি দিয়ে চোখ উপড়ে ফেলে গায়ে ঢেলে দেওয়া হয় অ্যাসিড । শিশুটির মৃত্যু হলে তাকে জঙ্গলে ফেলে ঝোপঝাড় দিয়ে দেহ ঢেকে ফেলে আসে তারা ।খুনে ব্যবহৃত সমস্ত অস্ত্রই ওই জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ ।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।