#ভোপাল: দেড় বছরের ছোট্ট শিশুকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে ৷ মর্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে মধ্যপ্রদেশের কোলার এলাকায় ৷ তদন্তকারীরা জানিয়েছেন, ছোট্ট শিশুটির মা যখন বাজারে গিয়েছিলেন তখন এই ঘটনাটি ঘটেছে ৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিনোদ পার্ভে (২৫ বছর) কোলারে স্ত্রী রোশনি ও ছেসে আর্যর সঙ্গে থাকতেন ৷ রোশনি যখন আর্যর জন্ম দেন তখন তিনি অবিবাহিত ছিলেন ৷ সন্তান জন্মের কিছুদিন পর তিনি বিনোদকে বিয়ে করেন ৷
বৃহস্পতিবার রোশনিকে বেশ কিছু জিনিস দোকান থেকে কিনে আনতে বলেন বিনোদ ৷ রোশনি বাড়ি থেকে বেরোনোর পর আর্যর উপর হামলা চালান বিনোদ ৷ প্রথমে লোহার বালা দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে মাটিতে আঁছড়ে ফেলেন ৷ রোশনি বাড়িতে ফিরে দেখেন আর্যর সারা শরীর রক্তে ভিজে গিয়েছে ৷ বিনোদ জানান জলের ড্রাম তার উপর পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ৷ রোশনি শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষমা করে ৷
রোশনি প্রথম থেকেই সন্দেহ করেন যে বিনোদ কিছু করেছে কারণ তার সন্তানকে পছন্দ করতেন না বিনোদ ৷ এবং একাধিকবার তার উপর অত্যাচারও করেছেন ৷ তবে ভয়ে পুলিশের কাছে যাওয়ার সাহস পায়নি সে ৷ রোশনির ভাই পুলিশে অভিযোগ জানাতে তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, বিনোদ শিশুটিকে খুন করেছে এবং পরে গল্প বানিয়ে বলেছে নিজেকে বাঁচাতে ৷ খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder