#কুমারগঞ্জ,দক্ষিণ দিনাজপুর: শনিবার বিকেল থেকেই খোঁজ নেই কুমারগঞ্জের নির্যাতিতার পরিবারের। রবিবার নির্যাতিতার বাড়িতে যান জাতীয় তফশিলি কমিশনের সদস্যরা। তাঁদের হুঁশিয়ারি, সাত দিনের চার্জশিট না দিলে রাজ্যের ডিজিপি, স্বরাষ্ট্রসচিব, দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক, পুলিশ সুপারকে তলব করবেন তাঁরা। কমিশনের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তৃণমূলের।
বাড়িতে তালা। শনিবার বিকেল থেকে কোনও খোঁজ নেই কুমারগঞ্জের নির্যাতিতার পরিবারের। রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পঞ্চগ্রামে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান জাতীয় তফশিলি কমিশনের ৩ সদস্য।
শনিবার নির্যাতিতার পরিবার বালুরঘাটে জেলাশাসকের সঙ্গে দেখা করে। আর্থিক সাহায্যও নেয়। অভিযোগ, তারপর থেকে তাঁদের কোনও খোঁজ নেই। নির্যাতিতার পরিবার নিখোঁজ বলে থানায় অভিযোগ জানায় বিজেপি। পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেছেন, ‘‘ অভিযোগ পেয়েছি। জেলাশাসকের দফতর থেকে বেরিয়ে তাঁরা কোথায় গেছে জানা নেই। খোঁজ চলছে।’’
পরিবারকে না পেয়ে কমিশনের হুঁশিয়ারি।শনিবারই জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন কমিশনের সদস্যরা। বৈঠকে কমিশন জেলাশাসককে নির্দেশ দেয় ---
--- নির্যাতিতার পরিবারের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি
--- ৩ মাসের রেশন-সহ অন্যান্য সাহায্যের ব্যবস্থা করতে হবে।কমিশন সদস্যদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোষ।
৬ জানুয়ারি উদ্ধার হয় নির্যাতিতার দেহ। গ্রেফতার করা হয়েছে ৩ অভিযুক্তকেও। এখন নির্যাতিতার পরিবারকে ফিরে পেতে চান তাঁদের আত্মীয়রা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South Dinajpur Gangrape