#বালুরঘাট: মায়ের শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়েছিল। আর তাতেই খুন হতে হল ১৭ বছরের এক কিশোরকে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর সংলগ্ন আঁখিরা পাড়া এলাকায়। মৃত ওই কিশোরের নাম রত্ন বর্মণ (১৭)। ওই এলাকার বেশ কয়েকজন মহিলা মৃত কিশোরের মা-কে মাঝে মধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ করত বলে জানা গিয়েছে ৷
গতকাল, বৃহস্পতিবার সকালে এই নিয়ে ঝামেলা হয় ওই এলাকায় ৷ এরপর সন্ধ্যাবেলা দোকানে জিনিস নিতে আসলে কিশোরের মাকে পাড়ার দুই মহিলা গালিগালাজ করে তখনই ঝামেলা বাধে ৷ এরপরে মূল অভিযুক্ত প্রবীর মন্ডল ও স্বপন দাস ওই কিশোর তার মাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসলে তাকে পেছন থেকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে ৷ সঙ্গে সঙ্গেই জ্ঞান হারায় সে ৷ কিশোরকে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখান থেকে তাকে কলকাতায় রেফার করা হলে রাস্তাতেই মৃত্যু হয় কিশোরের।
এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে তিনজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক বলে জানা গিয়েছে। এ বিষয়ে বালুরঘাট থানার পুলিশ জানিয়েছেন, এলাকায় পুলিশ পিকেটিং বসেছে। ঘটনার তদন্ত চলছে ৷