#ভুবনেশ্বর: দীর্ঘদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বেআইনি ভাবে সাপের বিষ নিয়ে কারবার। শেষ পর্যন্ত শনিবার ওড়িশার ভুবনেশ্বরের বন দফতরের হাতে ধরা পড়ল ৬ কারবারি। উদ্ধার করা হয়েছে প্রায় ১ কোটি টাকা মূল্যের সাপের বিষ। ধৃত ৬ জনের মধ্যে রয়েছেন এক মহিলাও। জেলার বনাধিকারিক অশোর মিশ্রর দাবি, প্রায় ১ লিটার সাপের বিষ উদ্ধার করা হয়েছে।
ডিএফও অশোর মিশ্র বলেছেন, 'পাঁচটি ভায়েলে প্রায় ৫ মিলিলিটার করে সাপের বিষ উদ্ধার করা গিয়েছে। বরগর থেকে এই বিষ উদ্ধার করা হয়। বালাসোর থেকে এক মহিলা-সহ তিনজন দশ লক্ষ টাকার চুক্তি করেছিল। আন্তর্জাতিক বাজারে এই সাপের বিষের মূল্য প্রায় ১ কোটি টাকা।'
Odisha: 6 persons arrested in Bhubaneswar for their involvement in snake venom trade "We've seized 1 ltr of snake venom & 5 vials of 5ml each, procured from Bargarh. It was proposed to sell for Rs 10 lakhs & priced at around Rs 1 crore in international market," said DFO (27.03) pic.twitter.com/sHWxzLKDpI
— ANI (@ANI) March 27, 2021
ভুবনেশ্বর বন দফতরের বনাধিকারিক জানিয়েছেন, এতটা পরিমাণ সাপের বিষ জোগারের জন্য প্রায় ২০টি গোখরো সাপের বিষ প্রয়োজন। তার মানে, এতগুলি সাপকে মারা হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্র চলছিল রাজ্যজুড়ে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার তল্লাশি শুরু করেন তাঁরা। তার পরেও এই চক্রের হদিশ পাওয়া যায়।
তিনি বলেছেন, 'এই গোটা ঘটনায় ৬ জন জড়িত। ধৃতদের বিরুদ্ধে ২,৩৯, ৪৪, ৪৯ ও ৫১ ধারায় মামলা রুজু করা হয়েছে। ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।