হোম /খবর /ক্রাইম /
২৪ ঘণ্টা বেপাত্তা থাকার পর হঠাৎই আসুরার সুর বদল !

২৪ ঘণ্টা বেপাত্তা থাকার পর হঠাৎই আসুরার সুর বদল! বদলে গেল সিঁথিকাণ্ডে অভিযোগের অভিমুখও

পুলিশি ঘেরাটোপে বয়ান বদল ৷ সিঁথিকাণ্ডে অভিযোগের অভিমুখই বদল ৷‘সুর’ বদল আসুরার ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সিঁথি থানায় ব্যবসায়ীর মৃত্যু তদন্তে অভিযোগের অভিমুখই বদল। মেরে ফেলার হুমকি দিয়েছিল মৃতের পরিবার। তাই ভয়ে গা-ঢাকা। পুলিশের ঘেরাটোপে বয়ান বদলে দাবি আসুরা বিবির। এর আগে পুলিশের মারে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ করেন এই আসুরাই। পুলিশের চাপেই অসুরার বয়ান বদল। দাবি মৃতের পরিবারের।

সোমবার কাগজকুড়োনি আসুরা বিবির মুখোমুখি বসিয়ে ব্যবসায়ী রাজকুমার সাউকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেদিন ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ করেন প্রধান সাক্ষী আসুরা বিবি। এরপরই মঙ্গলবার সকাল থেকে বেপাত্তা হয়ে যান আসুরা। পুলিশের গাফিলতিতেই নিরুদ্দেশ প্রধান সাক্ষী। অভিযোগ করে মৃতের পরিবার।

বুধবার রাতে তদন্তে নয়া মোড়। প্রায় ২৪ ঘণ্টা পর টালা এলাকা খোঁজ মেলে আসুরার। কিন্তু পুলিশি ঘেরাটোপে প্রধান সাক্ষীর বয়ানই বদলে যায়। অভিযোগের অভিমুখ পুলিশের বদলে মৃতের পরিবারের দিকে ঘুরে যায়।

আসুরা বিবি, মূল সাক্ষী বলেন, ‘‘রাজকুমারের ছেলের ভয়ে চলে গেছিলাম। বলে মারব, এখানে আসলে মারব, আমার বাবা মারা গেছে ৷’’

ঘটনার দিন থানার সামনে এক বয়ান। ২৪ ঘণ্টা বেপাত্তা থাকার পর আসুরার সুর বদল। বদলে গেল সিঁথিকাণ্ডে অভিযোগের অভিমুখও। কেন? সিঁথিকাণ্ডে রহস্য এটাই।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Sinth Case