হোম /খবর /ক্রাইম /
ইছাপুরে শ্যুটআউট, দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনার জেরেই চলল গুলি

ইছাপুরে শ্যুটআউট, দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনার জেরেই চলল গুলি

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ৷

  • Last Updated :
  • Share this:

#ইছাপুর: উত্তর ২৪ পরগনার ইছাপুরের নিউ বিল্ডিং গোলমাঠ এলাকায়শ্যুটআউট ৷ অভিযোগ বিজেপি করার অপরাধে নোয়াপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির ভাইপোকে লক্ষ্য করে গুলি  চালানোর অভিযোগ৷ অভিযুক্ত শাসকআশ্রিত দুষ্কৃতী৷

আক্রান্ত বিজেপি কর্মীর নাম আশুতোষ সিংহ, তাঁর বয়স ২৫৷ পরিবারের লোক জানান দীর্ঘদিন ধরেই তাঁদের ওপর হুমকি আসছিল৷ বলা হচ্ছিল এলাকায় বিজেপি করা যাবে না৷ এদিন রাতে এই যুবক খেয়ে বাড়ির পাশেই দাওয়াতে ছিল৷  সেই সময় বেশ কিছু যুবক বাইকে করে এসে অতর্কিতে এই যুবকের ওপর হামলা চালায়৷  রড,শাবল দিয়ে মারধর শুরু করে এরপর ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়৷ গুলি তার পেটের  বাঁদিকে লাগে ,এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷

আশঙ্কাজনক অবস্থায় বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় ৷ স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই এই হামলা এমনটাই অভিযোগ পরিবারের৷ ঘটনাস্থলে নোয়াপাড়ার থানার পুলিশ আসে৷

Arun Ghosh

Published by:Debalina Datta
First published:

Tags: BJP, Shootout, TMC