#উমারিয়া: ছাত্রীকে রোজ রোজ যৌন উস্কানিমূলক মেসেজ পাঠাতেন। বহু নিষেধ শোনেননি। তিতিবিরক্ত হয়ে পুলিশের দ্বারস্থ হয় ছাত্রী। তারপরেই রবিবার গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষককে।
লজ্জাজনক ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের উমারিয়ায়। সেখানে একটি বেসরকারি স্কুলে পড়ে ওই ছাত্রী (১৭) । ২৭ বছর বয়সী অভিযুক্ত শিক্ষক সেই স্কুলেই কর্মরত। পড়ুয়ার বাবা-মায়ের অভিযোগ, অমিত বিশ্বকর্মা নামে ওই শিক্ষক দীর্ঘদিন ধরে অশ্লীল মেসেজ পাঠাতেন তাঁদের মেয়েকে। এমনকি ফোন করে নানা ধরনের উস্কানিমূলক কথা বলার চেষ্টা করতেন। পড়ুয়া বারবার আপত্তি জানালেও নাকি তিনি তাতে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন তাঁরা।
কোতওয়ালি থানার আইসি বর্ষা প্যাটেল বলেন, বাদেরির বেসরকারি স্কুলে পড়ান ওই শিক্ষক। অভিযোগকারী ছাত্রীকে অশ্লীল মেসেজ এবং বারে বারে ফোন করে উত্যক্ত করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।