corona virus btn
corona virus btn
Loading

প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে নয়া মোড়, মিথ্যে বয়ানে 'চাপ' দেওয়ার অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে

প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে নয়া মোড়, মিথ্যে বয়ানে 'চাপ' দেওয়ার অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে
File Image Of Ryan International School

গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর খুনে নয়া মোড়। বয়ান বদল করল অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্র।

  • Share this:

#গুরুগ্রাম: গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর খুনে নয়া মোড়। বয়ান বদল করল অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্র। খুনের অভিযোগ অস্বীকার করে সে। একইসঙ্গে সিবিআই-এর বিরুদ্ধে জোড় করে মিথ্যে বয়ান নেওয়ারও অভিযোগ করেছে সে।

ছাত্রের বক্তব্য, তার নিজেরও ছোট ভাই আছে। তাই এধরণের কাজ সে কখনই করতে পারে না। সে এরকম কাজ করলে তার ভাইয়েরও একই পরিণত হবে বলে মন্তব্য করে সে। প্রদ্যুম্ন হত্যায় প্রথমে স্কুলের বাস কন্ডাক্টরকে গ্রেফতার করে তদন্তে গঠিত সিট। কীসের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় তা জানতে চেয়ে সিটের সদস্যদের ফের তলব করল সিবিআই। গতকালই চার সদস্য জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।

First published: November 15, 2017, 12:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर