• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • সাংঘাতিক! ট্রাক থেকে ১২ কোটি টাকা মূল্যের MI-এর স্মার্টফোন নিয়ে চম্পট ডাকাতের দল !

সাংঘাতিক! ট্রাক থেকে ১২ কোটি টাকা মূল্যের MI-এর স্মার্টফোন নিয়ে চম্পট ডাকাতের দল !

ট্রাকটিতে ভরা ছিল চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা MI-এর ১৫ হাজার স্মার্টফোন ৷

ট্রাকটিতে ভরা ছিল চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা MI-এর ১৫ হাজার স্মার্টফোন ৷

ট্রাকটিতে ভরা ছিল চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা MI-এর ১৫ হাজার স্মার্টফোন ৷

 • Share this:

  #হায়দরাবাদ: একেবারে সিনেমার কায়দাতেই ট্রাক থেকে ১২ কোটি টাকা দামের মোবাইল ফোন নিয়ে পালাল ডাকাতের দল ! ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ-তামিলনাডু সীমান্তের চিত্তোর জেলার নাগোরিতে ৷ ট্রাকটিতে ভরা ছিল চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা MI-এর ১৫,০০০টি স্মার্টফোন ৷ যার সবমিলিয়ে দাম প্রায় ১২ কোটি টাকা বলে জানা গিয়েছে ৷

  Redmi-র মোবাইল ফোনগুলি মুম্বইয়ে সংস্থার গুদাম থেকে তামিলনাডুর শ্রীপেরামবাদুরে যাচ্ছিল ৷ পথেই ঘটে এই ডাকাতির ঘটনা ৷ অন্ধ্রপ্রদেশের নাগারিতে একদল দুষ্কৃতী পুট্টুর-নাগারি হাইওয়েতে আটকায় ট্রাকটিকে ৷ তারপর ড্রাইভারের হাত-পা বেঁধে ট্রাকের থেকে সব মাল নামিয়ে চম্পট দেয় ৷ জানা গিয়েছে, মোবাইল ফোনের ১৬টি বাক্স নিয়ে যাওয়া হচ্ছিল ৷ যার মধ্যে ৮ বাক্স ভর্তি ফোন চুরি গিয়েছে ৷ অন্য আরেকটি ট্রাকে করেই ডাকাতের দল পালিয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ নাহলে এত বিপুল সামগ্রী নিয়ে যাওয়া কঠিন হত ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: