হোম /খবর /দেশ /
কানটা দাউদাউ করে জ্বলছে, যন্ত্রণায় চিৎকার করতে করতে হাতি দৌড় দিল, ভাইরাল ভিডিও

কানটা দাউদাউ করে জ্বলছে, যন্ত্রণায় চিৎকার করতে করতে হাতি দৌড় দিল, ভাইরাল ভিডিও

হাতিকে তাড়াতে লাগিয়ে দেওয়া হল আগুন৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: নৃশংসতা, অমানবিকতা সব শব্দগুলিই যেন কম পড়ে যায় ৷ সম্প্রতি এক নারকীয় অত্যাচারের ঘটনা ঘটলো৷ একটি  হাতির গায়ে আগুন ধরিয়ে দিল নীলগিরির- একটি রিসর্টের কর্মচারীরা৷ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

তামিলনাড়ুর এই ঘটনায় হাতিটির কান থেকে রক্ত বেরোতে শুরু করে৷ বন দফতরের আধিকারিকরা এই  হাতিটিকে দেখতে পান৷ ১৮ জানুয়ারি হাতিটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে অজ্ঞান করে মুদুমালাই ফরেস্ট রেঞ্জে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসা স্থলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়৷ পোস্টমর্টেমে জানা গেছে  মারাত্মক পুড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়৷

বন দফতরের আধিকারিকদের একটি বিশেষ দল এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে৷ তার মধ্যে ওই রিসর্টের মালিকও রয়েছেন৷ তদন্ত করতে নেমে তাদের মোবাইল ফোন থেকেই হাতির ওপর হওয়া অত্যাচারের মর্মান্তিক ভিডিওটি দেখতে পান৷

দেখে নিন সেই মর্মান্তিক ভাইরাল ভিডিওটি

বন দফতরের আধিকারিক জানিয়েছেন হয়ত বন থেকে ছিটকে আসা হাতিকে ভয় দেখানোর জন্য আগুন দেখাচ্ছিল৷ এরপরেই কোনও একটি লাঠি বা কিছুর আগুন হাতিটার গায়েই পড়ে যায়৷ এরমধ্যে একটি টায়ারেও আগুন দিয়ে দেখানো হচ্ছিল৷ সেটাই হাতিটার কানে আটকে যায়৷ কানে বহুক্ষণ ধরে আটকে ঝুলছিল সেই থেকে আতঙ্কিত হাতিটা ছুটতে শুরু করে৷

প্রথমে অবশ্য বন দফতরের আধিকারিকরা নিশ্চিত ছিলেন না হাতিটির ঠিক কী হয়েছে, তবে পোস্টমর্টেম রিপোর্ট জানিয়ে দিয়েছে হাতিটির মারাত্মক পোড়া ছিল৷

Published by:Debalina Datta
First published:

Tags: Elephant, Viral Video