#চেন্নাই: নৃশংসতা, অমানবিকতা সব শব্দগুলিই যেন কম পড়ে যায় ৷ সম্প্রতি এক নারকীয় অত্যাচারের ঘটনা ঘটলো৷ একটি হাতির গায়ে আগুন ধরিয়ে দিল নীলগিরির- একটি রিসর্টের কর্মচারীরা৷ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
তামিলনাড়ুর এই ঘটনায় হাতিটির কান থেকে রক্ত বেরোতে শুরু করে৷ বন দফতরের আধিকারিকরা এই হাতিটিকে দেখতে পান৷ ১৮ জানুয়ারি হাতিটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে অজ্ঞান করে মুদুমালাই ফরেস্ট রেঞ্জে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসা স্থলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়৷ পোস্টমর্টেমে জানা গেছে মারাত্মক পুড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়৷
বন দফতরের আধিকারিকদের একটি বিশেষ দল এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে৷ তার মধ্যে ওই রিসর্টের মালিকও রয়েছেন৷ তদন্ত করতে নেমে তাদের মোবাইল ফোন থেকেই হাতির ওপর হওয়া অত্যাচারের মর্মান্তিক ভিডিওটি দেখতে পান৷
দেখে নিন সেই মর্মান্তিক ভাইরাল ভিডিওটি
বন দফতরের আধিকারিক জানিয়েছেন হয়ত বন থেকে ছিটকে আসা হাতিকে ভয় দেখানোর জন্য আগুন দেখাচ্ছিল৷ এরপরেই কোনও একটি লাঠি বা কিছুর আগুন হাতিটার গায়েই পড়ে যায়৷ এরমধ্যে একটি টায়ারেও আগুন দিয়ে দেখানো হচ্ছিল৷ সেটাই হাতিটার কানে আটকে যায়৷ কানে বহুক্ষণ ধরে আটকে ঝুলছিল সেই থেকে আতঙ্কিত হাতিটা ছুটতে শুরু করে৷
প্রথমে অবশ্য বন দফতরের আধিকারিকরা নিশ্চিত ছিলেন না হাতিটির ঠিক কী হয়েছে, তবে পোস্টমর্টেম রিপোর্ট জানিয়ে দিয়েছে হাতিটির মারাত্মক পোড়া ছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant, Viral Video