#মুম্বই: দেশের বিখ্যাত গাড়ি ডিজাইনার দিলীপ ছাবড়িয়াকে গ্রেফতার করল পুলিশ৷ মুম্বই অপরাধ দমন শাখা ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) সোমবার দুপুরে ডিসি ডিজাইনের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল প্রতারণার মামলায়৷ মুম্বই পুলিশের যুগ্ম কমিশনর (অপরাধ) মিলিন্দ ভারাম্বে সংবাদমাধ্যমকে দিলীপের গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন৷
সিআইইউ দিলীপের একটি বিদেশি স্পোর্টস মডেলের গাড়ি বাজেয়াপ্ত করে মুম্বই পুলিশের সদর দফতরে রেখে দিয়েছে৷ ছাবড়িয়াকে আইপিসি ৪২০ (প্রতারণা) ও জালিয়াতির অনান্য ধারায় গ্রেফতার করেছে পুলিশ৷ গত ১৯ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে মামলা রজু করা হয়েছিল৷ ছাবড়িয়া দেশের সবচেয়ে বিখ্যাত গাড়ি ডিজাইনার৷
বলিউডের তাবড় তারকা ও শিল্পপতিদের গাড়ি ও ভ্যানিটি ভ্যানের মেকওভার করেছেন তিনি৷ ভবিষ্যতের গাড়ির ডিজাইন কেমন হতে পারে, এই নিয়েই কাজ করেন তিনি৷ নিজের সংগ্রহে রয়েছে একাধিক দামি ও বিলাসবহুল গাড়ি৷ মুম্বই পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার পুলিশ সাংবাদিক বৈঠক করে তাঁর গ্রেফতারির বিষয় বিবৃতি দেবে৷ তারপরেই জানা যাবে ঠিক কী কারণে গ্রেফতার হতে হল তাঁকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।