গোমাংস খাওয়ার অপরাধে ধর্ষণ, জানালেন নির্যাতিতা

  • Last Updated :
  • Share this:

    #মেওয়াত: দু’সপ্তাহ আগে গণধর্ষণের শিকার দুই তরুণী ৷ নির্যাতিতাদের মধ্যে একজন সম্প্রতি জানিয়েছেন যে গোমাংস খাওয়ার অপরাধে তাদের ধর্ষণ করা ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার মেওয়াতে ৷

    নির্যাতিতা জানায়, ধর্ষণের আগে তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা গোমাংস খায় কিনা ? তারা না বলা সত্ত্বেও রেহাই মেলেনি ধর্ষকদের হাত থেকে ৷ পুলিশ অবশ্য জানিয়েছে, নির্যাতিতা ও তার পরিবারের সদস্যরা কেউ এই বিষয়ে আগে জানায়নি ৷

    অগাস্টের ২৪ তারিখ একদল লোক ২০ বছরের ওই তরুণীর বাড়িতে হামলা চালায় ৷ বাড়িতে সেই সময় ছিলেন তার ছোট বোন ও কাকা-কাকিমা ৷ কাকা কাকিমাকে আটকে রেখে দুই বোনের উপর চালানো হয় যৌন নির্যাতন ৷ এরপর তার কাকা কাকিমাকে পিটিয়ে খপন করেন দুষ্কৃতীরা ৷

    ঘটনায় চারজনকে গ্রেফতার করে বলে খুন ও ধর্ষণের মামলা দায়ের করেছে ৷

    প্রসঙ্গত, হরিয়ানায় গোমাংস খাওয়া, বিক্রি করা বা গোহত্যা করা বেআইনি ৷ এর আগে বেশ কয়েকবার গোমাংস নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে হরিয়ানার বিভিন্ন জায়গায় ৷ কয়েকদিন আগেই গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে বেধড়ক মারধর করা হয়ে এক ট্রাক ড্রাইভারকে ৷

    First published:

    Tags: Beef Controversy, Bengali News, ETV News Bangla, Gang Raped, Haryana, Woman Raped For Eating Beef