#বারুইপুর: সংশোধনাগারে দুই দল বন্দীদের মধ্যে সংঘর্ষ গুরুতর জখম দু'জন তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরেই সংশোধনাগারের বাইরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দুপুরে সংশোধনাগার পরিদর্শনে আসেন এডিজি কারা পীযুষ পান্ডে।
উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। সংশোধনাগার সূত্রে খবর, গত ২রা মার্চ বারুইপুর সংশোধনাগারে যে ঝামেলা, অশান্তি হয়েছিল সেই ঘটনায় মূল চক্রী ছিল পোড়া খোকন। মাস দুয়েক চুপচাপ থাকার পর জেলের ভেতরে নিজের ক্ষমতা কায়েম করতে মঙ্গলবার বিকেলে নতুন করে অশান্তি শুরু করে পোড়া খোকন। জেলের অপর গোষ্ঠী গণেশ মল্লিক ও মমতাজ শেখের দলবলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে পোড়া খোকনের দলবল। দু পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার জেরে কার্যত সংশোধনাগারের ভেতরে থমথমে পরিস্থিতি।