#চেন্নাই: এ যেন সিনেমার চিত্রনাট্য ৷ অপরাধিদের সঙ্গে হাত মিলিয়ে চুরি করল পুলিশ! দু’জন পুলিশ কনস্টেবল জেলের আসামির সঙ্গে হাত মিলিয়ে চুরি করল প্রায় ১.১১ কোটি টাকার সোনা ৷ ঘটনাটি ঘটেছে শ্রীপেরামবুদুর এলাকায় ৷
মানাপাথি ও থিরুকাছুকুন্দ্রাম থানার দুই কনস্টেবলকে আপাতত জেলে পাঠানো হয়েছে ৷ রনজিৎ নামে এক অপরাধিকে আদালতে নিয়ে যাওয়ার সময় এই দুই কনস্টেবল তার ফাঁদে পড়ে যায় ৷ রনজিৎ তাঁধের একটি প্ল্যান শোনায় যেখানে সহজেই কোটি কোটি টাকা পেয়ে যেতে পারে ৷ সেই অনুযায়ী ১১ ডিসেম্বর চুরির পরিকল্পনা করা হয় ৷
সোমার দোকানের কর্মচারী সন্তোষ তাদের ভিতরের খবর দেয় যাতে চুরি করতে তাদের সুবিধা হয় ৷ দুটি বাইকে করে হামলা করে রনজিতের লোকরা ৷ অটোতে করে সোনার দোকানের মালিক মহেন্দ্র ও তাঁর ছেলে অটোতে করে ১.১১ কোটি টাকার সোনা নিয়ে যাচ্ছিল ৷ বাইক এসে তাদের অটো আটকে দেয় এবং সোনা ছিনিয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷
পুলিশে অভিযোগ জানাতে তারা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেথে ৷ এবং বাইকের নম্বর প্লেট দেখে অভিযুক্তদের খুঁজে বের করে ৷ বৃহস্পতিবার পর্যন্ত ৩৫০ গ্রাম সোনা ও ৮ লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করেছে পুলিশ ৷ তবে এখনও ৪ জন অভিযুক্ত অধরা রয়েছেন ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ এবং দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।